৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ভা র তে র লো ক ক থা

সারস ও কাঁকড়া

-

(গত দিনের পর)

তাই, কাঁকড়ার কথায় সহজেই রাজি হয়ে গেল সে।
কাঁকড়াকে ঠোঁটে নিয়ে বক উড়ে যাচ্ছে। কাঁকড়াও তার লম্বা সাঁড়াশি ঠ্যাং দিয়ে সারসের গলা ধরে রেখেছে। বক ভুলেও বুঝে উঠতে পারছে না, কাঁকড়ার মনে কী আছে। কিছু দূর যাওয়ার পর কাঁকড়া বলছে, আর কত দূর পদ্মবিল?
সারস বলে, ওই তো দেখা যাচ্ছে। ওই যে তালগাছটা দেখতে পাচ্ছ, ওখানে যাবো আমরা।
: তালগাছে কেন? পদ্মবিলে যাবো না?
: ওই তালগাছের পাড়েই পদ্মবিল।
: তা হলে বিলের পাড়ে নিয়ে চলো, তালগাছের উপরে না?
সারস পাখি এবার রেগে যায়। বলে, চুপ করো হে কাঁকড়া। পদ্মবিলে কে নিয়ে যাবে তোমাকে? এত্তোগুলো মাছ নিয়ে এলাম। কাউকেই তো আমি পদ্মবিলে নিয়ে যাইনি। সবগুলোকে খেয়েছি। এই তালগাছে বসে বসেই খেয়েছি। ঠুকে ঠুকে খেয়েছি। তোমাকেও খাবো এই তালগাছে বসে।
: এ কি বলছ হে বন্ধু? সব মাছ তুমি খেয়ে ফেলেছ? কাউকেই তুমি পদ্মবিলে ছেড়ে দাওনি? (চলবে)

 


আরো সংবাদ



premium cement