ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ২৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
একুশ.
পৃথিবীরর যেকোনো তালা এই চাবি দিয়ে খুলে ফেলা যায়।’ কামাল ম্যাকগাইভার কাঠির পাশের কী বের করল। পুরানো তালায় ম্যাকগাইভার চাবি দিয়ে কয়েকবার এদিক ওদিক মোচড় দিতেই খুলে এলো। একটা ইট দিয়ে বাড়ি দিলেও বোধ হয় তালাটা খুলে আসত।
‘টিফিন পিরিয়ড শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি করো।’ কানন তাড়া লাগাল।
সজীবের কিছু বলতে দেয়ার আগেই পুরানো কাঠের দরজা ক্যাচক্যাচ করে খুলে গেল। দু’জনে মিলে সজীবকে ধরে ঠেলে ক্লাসরুম ৩৬৫তে ঢুকিয়ে দিল।
কামাল হাত ঝাড়তে ঝাড়তে বলল, ‘বাইরে থেকে তালা দেয়ার দরকার নেই। শুধু শিকল টেনে দেই। স্কুল ছুটি হলে আবার খুলে দিতে আসতে হবে।’
‘তাতো ঠিকই।’ নয়ন বলল, ‘এই দুই ঘণ্টায় বেচারা এক্সম্যানের ভূতের ভয়ে আধমরা হয়ে থাকবে।’
ওরা বাইরে থেকে ক্লাসরুম ৩৬৫-এর শিকল তুলে দিলো।
কিন্তু একটা দুর্ঘটনা যে সব ওলোটপালোট করে দেবে কে জানত!
দুর্ঘটনা ঘটল বিকাল বেলায়। স্কুল ছুটির ঠিক আধা ঘণ্টা আগে। এতদিন ধরে কাজ করলেও এই জাতীয় দুর্ঘটনা ঘটেনি। কাজেই কেউ সজীবের ভুতুড়ে রুমে বন্দী থাকার সাথে মিলিয়ে ফেললে দোষের কিছু হবে না।
আর দুর্ঘটনার শিকার হয়েছে কে তা জানলে তোমরা আরো নিশ্চিত হবে!
নতুন ভবনের কাজ চলছিল পুরোদমে। শ্রমিকরা উপর নিচ থেকে পুরোদমে কাজ করছে। তাদের দম ফেলানোর সময় নেই।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা