৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ভা র তে র লো ক ক থা

সারস ও কাঁকড়া

রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
-

(গত দিনের পর)

সেদিন সারস পাখি জলাশয়ে গিয়ে দেখে একটি মাছও আর অবশিষ্ট নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। যদি দুই একটি মাছ আসে, এই আশায়। না, একটি মাছও এলো না। নেই, আসবে কোত্থেকে? সব মাছ পেটে চালান করে দিয়েছি। ওই দূরে পানির তলে একটি কাঁকড়া দেখতে পায় সে। বক হেঁটে হেঁটে কাঁকড়ার কাছে যায়।
: ওহে কাঁকড়া, তুমি যাবে না? সবাই পদ্মবিলে চলে গেল। তুমি কেন একা একা এখানে শুকিয়ে মরবে?
: আমার ভয় করছে। তাই আগ্রহ নেই আমার। মরি তো এখানেই পড়ে মরব।
: এসব কী কও? আগ্রহ নেই তোমার? পদ্মবিল যদি একবার নিজ চোখে দেখতে, তা হলে তুমিই আগে চলে যেতে।
: কিন্তু তুমি যদি উড়ে যাওয়ার সময় আমাকে ফেলে দাও? ভয় তো সেখানেই।
: ফেলে দেবো তোমাকে? তোমার চেয়েও ভারী মাছগুলোকে আমি নিয়ে গেছি। কই কাউকে তো ফেলে দেইনি। শুনেছো কখনো, কোনো মাছকে আমি নিয়ে যাওয়ার সময় ফেলে দিয়েছি? (চলবে)


আরো সংবাদ



premium cement