৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

-

উনিশ.
সজীব কিন্তু ওদের দেখেই চলে আসার জন্য ব্যস্ত হয়। তখনই কামালই ডাক দেয়, ‘অ্যাই ছেলে কোনো। এ দিকে আয়।’
সজীব এগিয়ে যায়।
‘কোন ক্লাসে পড়িস?’
‘ক্লাস সেভেনে।’
‘অ্যাই স্কুলে নতুন এসেছিস?’
সজীব মাথা উপর নিচ করে।
‘আগে কোনো স্কুলে ছিলি?’
‘আফতাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।’
‘র‌্যাগ খেয়েছিস?’
সজীব দুদিকে মাথা নাড়ল। ‘না।’
‘কোথা থেকে উঠে আসা প্লাবিক।’ ওপাশ থেকে কানন মন্তব্য করে।
‘চল র‌্যাগ খেয়ে আসি। দেখ খেতে কত মজা।’ কামাল এক পাশ থেকে সজীবের হাত ধরে। অন্য পাশে নয়ন।
ওরা সজীবকে প্রায় টানতে টানতে নিয়ে এলো। সজীব ইচ্ছে করলে চিৎকার দিতে পারে। কিন্তু নিজেকে এখনো চিৎকার দেয়ার মতো বাচ্চা ভাবতে ইচ্ছে করে না। তা ছাড়া স্কুলের বড় ভাইরা ওকে নিয়ে কি করবে। একটু হয়তো ভয় দেখাবে এই যা!
অনেক স্কুলে র‌্যাগিং সিস্টেম আছে। নতুন বছরের শুরুতে হয়। ওরা সজীবকে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে থাকে। লাঞ্চ আওয়ারের কারণে এখন এদিকটাতে তেমন কেউ নেই। মাঠের হুড়োহুড়ির দলের মনোযোগ ওদিকে। কেউ সজীবকে খেয়াল করল না। তা ছাড়া খেয়াল করার মতো বন্ধুবান্ধবও তেমন কেউ নেই। নতুন ভবন, কনস্ট্রাকশনের জায়গা পেরিয়ে তিনজন সজীবকে নিয়ে পুরনো ভবনে এলো। সজীব ভাবল, হয়তো তাকে ক্লাসে নিয়ে যাচ্ছে। অন্য ছাত্রছাত্রীদের সামনে অপদস্থ করবে। কিন্তু তারা ক্লাসরুমের দিকে গেল না।
(চলবে)


আরো সংবাদ



premium cement