৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

-

উনিশ.
করার কিছু নেই। কন্স্ট্রাকশান মেটেরিয়ালের পাশ কাটিয়ে সজীব সিঁড়ির দিকে এলো। এই বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ। তিনতলা বিল্ডিংয়ের উপরের ছাদটা এখনো শেষ করা হয়নি। ফাঁকা বিল্ডিং। শ্রমিকেরাও এদিকটাতে কেউ নেই। সজীব সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে লাগল। তিনতলার সিঁড়ির কাছে এসে মনে হলো ছাদে আগুন ধরে গেছে। ছাদের দিক থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

যেখানে ধোঁয়া, সেখানে আগুন থাকবেই। সজীব আগুনের উৎস খুঁজতে ছাদে চলে এলো।
ছাদে এসেই ধরা খেয়ে গেল সে।
ক্লাস টেনের তিন ছাত্র লুকিয়ে ছাদে।
সজীবের পায়ের শব্দে তিন ছাত্রই চমকে গেল। টিচার ভেবে তারা তাড়াতাড়ি বিশেষ কিছু লুকানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু সজীবকে দেখে তাদের চমকানি রাগে পরিণত হলো। এই পুঁচকে জুনিয়র ছোড়া এখানে কী করে? তাদের উপরে কি খবরদারি করতে আসছে? নতুন আমদানি মনে হচ্ছে।
নয়ন কাননকে নিচু স্বরে বলল, ‘নতুন মনে হচ্ছে। চল র্যাগিং করি।’
‘র্যাগিং! বছরের এই মাঝামাঝিতে? নতুন বছরের শুরুতে না করি?’ কানন বিস্মিত।
‘আরে নতুন বছর বলে কোনো কথা আছে? নতুন স্টুডেন্ট বলে কথা। আমাদের স্কুলে এসেছে র্যাগ খাবে না তাই কী হয়!’ নয়ন কামালের দিকে ইশারা করল।
‘কিভাবে করবি?’ কামাল জানতে চাইল।
‘আমার মাথায় একটা প্লান এসেছে। এদিকে কোনো।’ তিন মাথা একত্রিত হয়।
(চলবে)


আরো সংবাদ



premium cement