করলার ঔষধি গুণ
- ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ছোট্ট বন্ধুরা,
তোমরা তো জানোই- করলা গরম ও বর্ষাকালের সবজি। তবে বর্তমানে এটি সারা বছরই পাওয়া যায়। এ সবজি গোলাকার ও মোটা ধরনের হতে পারে, আবার কিছু লম্বাটে আকারে বেশ বড়ও হতে পারে। এটি স্বাদে কিছুটা তেঁতো। তোমরা হয়তো শুনে থাকবে করলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। এর ফল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে মোমোরাডসিন, ক্যারোটিন ও পি-ইনসুলিন। করলা ডায়াবেটিসে বেশ কার্যকরী। এটি উচ্চ রক্তচাপ, জন্ডিস, লিভার ও প্লীহা সংক্রান্ত রোগ, তীব্র জ্বর ও অর্শ রোগ উপশপে ভূমিকা রাখে। এ ছাড়া এটি অ্যান্টি আলসার, কৃমিনাশক ও হজমকারক হিসেবেও কাজ করে। এবার ছবি দেখো। কঠিন শব্দগুলো বড়দের কাছে বুঝে নিতে চেষ্টা করো। করলার ইংরেজি bitter melon.
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা