দোলগান
- লোপাশ্রী আকন্দ
- ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
জানো, সাইবেরিয়া হচ্ছে রাশিয়ার বিশাল এশীয় ভূখণ্ড? এখানে বাস শতাধিক ক্ষুদ্র জাতির। এগুলোরই একটি দোলগান। তাইনির উপদ্বীপ এবং সংলগ্ন কয়েকটি এলাকায় এদের বসতি। মোট দোলগান জনসংখ্যা সাত হাজার ৯১১। এরা কথা বলে দোলগান ভাষায়, যা বৃহত্তর তুর্কি ভাষার অন্তর্ভুক্ত। এ ভাষার (দোলগান) দু’টি উপভাষা রয়েছে। উপভাষা দু’টির নাম পশ্চিম দোলগান ও পূর্ব দোলগান।
দোলগান নৃতাত্ত্বিক গোষ্ঠীর ইতিহাস খুব পুরনো নয়। এদের আলাদা পরিচয় শুরু হয় ১৯ শতক থেকে ২০ শতকের প্রথমার্ধে। ধারণা করা হয়, এদের পূর্বপুরুষেরা দক্ষিণ থেকে উত্তরে চলে যায় ১৭ শতকে। কী কারণে এদের স্থানান্তরে যাওয়া তা অজানা। দীর্ঘ দিন এরা অন্যান্য জাতি থেকে বিচ্ছিন্ন থাকে। গড়ে ওঠে এদের নিজস্ব বৈশিষ্ট্য- উদ্ভব হয় নতুন একটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর।
দোলগানরা শিকারজীবী। এরা বল্গাহরিণ পালন করে। চামড়ার তৈরি পোশাক এদের ঐতিহ্য। বর্তমানে এরা আধুনিক পোশাকও পরে। এদের সব পোশাকই ভারী। কারণ শীতের দেশে এদের বসবাস। দোলগান জনগোষ্ঠী বর্তমানে রুশ প্রভাবে প্রভাবিত। কিছু দোলগান রুশ ভাষাও জানে। দোলগানদের বেশির ভাগ অনুসরণ করে পুরনো শামানিবাদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা