ক্লাসরুমে ক্ল্যাশ
এক্সপেরিমেন্ট করিয়ে করিয়ে বিপদের মধ্যে ফেলব না। অ্যাই ছেলে তুমি বলো তো, তোমাদের এক্সম্যান স্যার এত কী নিয়ে গবেষণা করতেন?’- প্রিন্স আশরাফ
- ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
ষোলো.
তারপর গোটা ক্লাসের ওপর চোখ বুলিয়ে আনলেন। সামিয়া নামের একটা মেয়ের দিকে আঙুল তুলে বললেন, ‘তুমি উঠে এসো।’
সামিয়া দুরু দুরু বুকে উঠে এলো। ‘সামিয়া তুমি হাইড্রোজেনের এসো নিজে করি মুখস্থ বলো। তোমার বন্ধুদের দিকে ফিরে বলো।’
সামিয়া কাঁপা কাঁপা গলায় দাড়ি কমাসহ বিজ্ঞানের এক্সপেরিমেন্ট মুখস্থ বলে যেতে লাগল। সবার বুক কাঁপছে। এবার কার পালা আসে।
স্যার সামিয়াকে সিটে বসতে বলে বললেন, ‘বিজ্ঞান মুখস্থ করার জিনিস। এক্সপেরিমেন্ট করে দুর্ঘটনা ঘটানোর বিষয় না, বুঝেছ। তোমরা বিজ্ঞানের বই এ টু জেড মুখস্থ করবে। ইকুয়েশনগুলো ঠোঁটস্থ করবে। ঠোঁটস্থ বোঝ তো? ঠোঁটের আগায় থাকবে। আমি তোমাদের বিজ্ঞান যেভাবে মুখস্থ করাব তা তোমাদের সারাজীবন মনে থাকবে। আগের এক্সম্যান স্যারের মতো এক্সপেরিমেন্ট করিয়ে করিয়ে বিপদের মধ্যে ফেলব না। অ্যাই ছেলে তুমি বলো তো, তোমাদের এক্সম্যান স্যার এত কী নিয়ে গবেষণা করতেন?’
রাফি উঠে দাঁড়াল। আমতা আমতা করে বলল, ‘স্যার, জীববিজ্ঞান মানে স্যার সাপ ব্যাঙ টিকটিকি তেলাপোকা ইঁদুর বেড়াল...’
‘থাক থাক আর বলতে হবে না শুনেই গা ঘিনঘিন করছে। অ্যাই ছেলে অ্যাই, তুমি নতুন নাকি?’
‘জ্বি স্যার।’ সজীব উঠে দাঁড়াল। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা