৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ভা র তে র লো ক ক থা

সারস ও কাঁকড়া

-

(গত দিনের পর)
অন্য দিকে সারস পাখিটি ভাবছে, আমার ব্যবহার আরো ভালো দেখাতে হবে। খল্লা মাছের অন্তরে বিশ্বাস জন্মাতে হবে। তা না হলে পুরো পরিকল্পনাটাই ব্যর্থ হবে যে। কিন্তু খল্লা মাছ কি ফিরে আসবে? এমন পদ্মবিলে একবার ছাড়া পেলে কোনো মাছ কি আর জমের ঘরে ফিরে আসে?
কিন্তু না, ওই তো আসছে। খল্লা মাছটি পানির ওপরে সাঁতরিয়ে এ দিকেই আসছে। সত্যিই ফিরে আসছে সে।
খল্লা মাছ ফিরে এলো বকের কাছে। জমের ঘরে আবার কি ফিরে এলো সে? মাছটি ভাবছে। স্বজাতির প্রতি মায়া মহব্বত তাকে আবার সারসের কাছে ফিরিয়ে নিয়ে এলো।
কাছে এসে খল্লা মাছ বলে, এত সুন্দর পদ্মবিল। আমাকে নিয়ে চলো। বন্ধুদেরকে এই সুসংবাদটি দিই। তারা সবাই আসুক এই বিলে। ওহে বন্ধু সারস পাখি, তোমাকে বিশ্বাস করা যায়। এ কথাটাই বলব আমি অন্য মাছেদের কাছে।
সারস পাখি খল্লা মাছকে ঠোঁটে তুলে নেয়। আবার উড়ে চলে ছোট্ট সেই জলার ধারে। বেশিক্ষণ লাগেনি উড়ে আসতে।
(চলবে)


আরো সংবাদ



premium cement