০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের চতুর্থ সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

সারা রাত সৈকতের বালির উপরে অসাড় অচৈতন্য পড়ে রইলাম। সকালবেলায় চৈতন্য ফিরে পাই। চোখ মেলে দেখি আমার পাশে আরও কয়েকজন সহযাত্রী শুয়ে আছে, অচেতন। আল্লাহর অশেষ কৃপায় তারাও প্রাণে বেঁচে আছে!
একে একে সবার চেতন ফিরে এলো। আমরা তখন সাগরতীর ছেড়ে দূরে একটি গ্রামের পথে পা বাড়াই। কিছুদূর যেতেই একটা বাগানের মধ্যে একখানা সাদা রঙেরবাড়ি দেখতে পেলাম। বাড়িটার কাছে আসতেই নেংটি পরা একদল কালো মানুষ বেরিয়ে এসে আমাদেরকে ঘিরে ধরল। তাদের মুখে কোনো কথা নেই। শুধু ইশারায় পথ দেখিয়ে আমাদেরকে ওই বাড়িটার ভেতরে নিয়ে এলো। প্রকাণ্ড প্রশস্ত একখানা ঘর। তার মাঝখানে সিংহাসনে আসীন তাদের সম্রাট।
(চলবে)


আরো সংবাদ



premium cement