০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের চতুর্থ সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

ঢেউয়ের ধাক্কায় আমাদের জাহাজ যেন একেক সময় সাগরের পাতালে চলে যায়। আবার ভেসে দরিয়ার বুকে। শোঁ শোঁ শব্দে প্রচণ্ড বেগে বাতাস বইছে। হঠাৎ মুহূর্তের মধ্যেই প্রচণ্ড এক ঢেউয়ের ধাক্কায় আমাদের জাহাজটা ভেঙে খানখান হয়ে গেল। প্রবল জলোচ্ছ্বাসের মধ্যে কে কোথায় তলিয়ে গেল কারো কোনো হদিস রইল না।
আল্লাহর অপার মেহেরবানি, আমি একখানা কাঠের পাটাতন আঁকড়ে ধরতে পেরেছিলাম। পাহাড় সমান ঢেউয়ের মধ্যে সেই পাটাতনে আশ্রয় নিয়ে একবার সাগরের অতল তলে ডুবি, আবার দরিয়ার বুকে ভেসে উঠি। এভাবে ভাসতে ভাসতে দু’দিন দুই রাত পর এক সন্ধ্যায় সমুদ্র-সৈকতে এসে উঠলাম আমি।
তখন আমার প্রায় মৃতবৎ দশা। হিম শীতল পানিতে সারা শরীর আমার কুঁকড়ে গেছে। (চলবে)


আরো সংবাদ



premium cement