১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`
জানা-অজানা

স্বর্ণলতা-২

-

ছোট্ট বন্ধুরা,
স্বর্ণলতার অনেক ঔষধি গুণ রয়েছে। এটি রক্ত পরিষ্কার করে। স্বাদে তিতা এ গাছ পিত্ত, কাশি ও পেটের বায়ু কমায়। এ ছাড়া এটি শ্লেষ্মানিঃসারক। কঠিন হয়ে গেল বুঝি? শ্লেষ্মানিঃসারক মানে শ্লেষ্মা বের করে দেয়, সর্দি কমায়। স্বর্ণলতা খোসপাঁচড়া নিরাময়েও প্রয়োগ করা যায়। অনেকের মতে, এর বীজ পাণ্ডু (জন্ডিস), পক্ষাঘাত, যকৃৎ ও প্লীহা রোগ, মাংসপেশির ব্যথা প্রভৃতি রোগে ব্যবহার করা যায়।
বড় হয়ে নিশ্চয়ই তোমরা স্বর্ণলতা সম্পর্কে আরো বেশি জানবে। কেউ বা করবে গবেষণা। কেমন?

 


আরো সংবাদ



premium cement