সিন্দাবাদের তৃতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০
(গত দিনের পর)
দেখে মনে হলো নিঃশ্বাস বুঝি যায় যায় অবস্থা আমাদের ওই বন্ধুটার। তারপর দেখি বিকট এক হা করে বন্ধুটির গোটা দেহটা নিমেষের মধ্যে গিলে ফেলল সাপটি। মনে মনে ভাবলাম, হায় কপাল, এ কোথায় এসে পড়লাম। জ্বলন্ত কড়াই থেকে আগুনের চুলায় এসে পড়লাম কি! এটা দ্বীপ তো নয়, যে এক সর্পরাজ্য। দৈত্যের খপ্পর থেকে যদিও বা রেহাই পাওয়া গেলো, কিন্তু এখন ভয়াল সাপের হাত থেকে বাঁচব কি করে? আল্লাহ ছাড়া আর কেউ নেই যে আমাদের রক্ষা করে।
হাত-পা অসাড় হয়ে গেছে। চৈতন্যপ্রায় যায় যায়। তবুও কোনো রকমে গাছের ডাল থেকে নামতে পারলাম আমরা। একটা ঝরনার ধারে এসে মুখ হাত ধুয়ে কিছু ফলমূল খেয়ে নিলাম। তারপর শুরু হলো আমাদের অন্বেষণ যাত্রা। কোথায় একটা নির্ভরযোগ্য আস্তানা পাওয়া যাবে তারই অনুসন্ধান করতে থাকি। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা