সন্ধান অবশেষে
- মোহাম্মদ আব্দুল্লা হেল বাকী
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পনের.
কেউ তাদের পণ্য বলে স্বীকার করল না। অবশেষে এক পার্লারের মালিক বললেন, ‘এটা হানমান পার্লারের পণ্য।
তারা এরকম এক্সক্লুসিভ পণ্য রাখেন। তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সাবইন্সপেক্টর সাহেব হানমান পার্লারে গেলেন। তাদের দেখাতেই তারা চিনতে পারল। নথি ঘেটে বললেন, ‘একমাস আগে এই নখ তারা জোবায়দা নামের এক তরুণীকে পরিয়েছে।’ পুলিশ চলে আসলেন। লাশের ওয়ারিশ এবং এই তরুণীর খুঁজে তারা নেমে পড়লেন। লাশের অবস্থান দেখে মনে হয়েছে উজান থেকে ভেসে এসেছে। পুলিশ সে দিকেই খোঁজ নিলেন। ফেসবুকে লাশের ছবি দিয়ে বিজ্ঞাপন দিলেন। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলেন, সাইদুল নামে একলোক প্রায় একমাস ধরে নিখোঁজ। সুরতহাল রিপোর্ট দেখে তার স্ত্রী বললেন, এই লাশ তার স্বামীর হতে পারে। বলেই কাঁদতে লাগলেন। কান্না বিজড়িত কণ্ঠে এও জানালেন, জোবায়দা নামে এক মেয়ের সাথে তার স্বামীর ব্যবসায়িক পরিচয়। তবে ওর সাথে তার স্বামীর আচার আচরণে কখনো সন্দেহ হয়নি। তিনি ব্যবসার কাজে এক মাস বাইরে থাকবেন বলে বাসা থেকে বেরিয়েছেন। তার পরনের প্যান্ট এবং বামহাতের পলিড্যাকটাইল দেখে মোটামুটি নিশ্চিত হলেন। তার ছোট তিনটে বাচ্চা। এদের নিয়ে তিনি কোথায় যাবেন ! (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা