২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভাইপার মাছ

ভাইপার মাছ -

জানো, ভাইপার হচ্ছে গভীর সমুদ্রের হিংস্র শিকারি মাছ! দেহ ও দাঁতের গঠন সাপের মতো হওয়ায় এদের নাম ভাইপার মাছ হয়েছে। তবে ভাইপার মাছ ভাইপার সাপের মতো বিষাক্ত নয়। এদের দাঁত সাপের বিষদাঁতের মতো তীক্ষè ও সূচালো। সাধারণত প্রাণীদের দাঁত মুখের মধ্যে ঢাকা থাকে। কিন্তু এদের দাঁত এতই লম্বা যে মুখের ভেতরে রাখার জায়গা হয় না। দাঁতগুলো বেঁকে মুখের বাইরে এর চোখ পর্যন্ত পৌঁছে গেছে। এ কারণে এদের রূপ হয়েছে ভয়ঙ্কর দর্শন। এদেরকে মুখের এ রকম গঠন দেখে সহজেই চেনা যায়।
ভাইপার মাছ এর সূচের মতো দাঁত শিকার ধরার কাজে ব্যবহার করে। এদের রয়েছে লম্বা পৃষ্ঠীয় পাখনা। এ পাখনা আলো উৎপন্ন করতে পারে। এ আলোয় এরা শিকারকে আকৃষ্ট করে। শিকার ধরার সময় এরা প্রথমে পানিতে স্থির হয়ে ভেসে থাকে। পরে পৃষ্ঠীয় পাখনা দিয়ে আলো উৎপন্ন করে। এ আলো ঝাড়বাতির মতো জ্বলে-নেভে। এ আলো দেখে এদের শিকার কাছে এলে এরা এদের তীক্ষè দাঁত বিদ্ধ করে শিকারকে নিশ্চল করে দেয়। এরা এদের আলো উৎপন্নকারী অঙ্গ শিকার ধরা ছাড়াও যোগাযোগের কাজেও ব্যবহার করে। অন্ধকারে এদের এ ভয়ঙ্কর দর্শন মুখ অন্যান্য মাছ দেখতে পায় না। ফলে অন্ধকারে এদের মুখ হয়ে যায় অদৃশ্য ফাঁদ।
ভাইপার মাছের দেহের রঙ সবুজ, রুপালি ও কালো হয়। দেহের দৈর্ঘ্য ৩০-৬০ সেন্টিমিটার। দিনের বেলায় এদেরকে পাঁচ হাজার ফুট গভীরতায় পাওয়া যায়। তবে রাতে আবার এরা তুলনামূলক অগভীর এলাকায় চলে আসে। তখন এদেরকে দুই হাজার ফুট গভীরতায় পাওয়া যায়। ভাইপার মাছ দেহের বাইরে নিঃষেক সম্পন্ন করে। অর্থাৎ পুরুষ ও স্ত্রী মাছ পানিতে স্পার্ম ও ডিম ছাড়ে। পৃথিবীর সব সাগরের উষ্ণ পানিতে এদের পাওয়া যায়।
স্বাভাবিক অবস্থায় ভাইপার মাছ ১৫-৩০ বছর পর্যন্ত বাঁচে। কিন্তু বন্দী অবস্থায় মাত্র কয়েক ঘণ্টা বাঁচে।


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন চিঠির জবাব পেলে হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপ

সকল