প্রাচীরপত্র
- ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
ছোট্ট বন্ধুরা,
তোমাদের যে অনেক বুদ্ধি তা সবাই জানে, তাই না? আর তোমরা চেনোও অনেক কিছু। প্রাচীরপত্র নিশ্চয়ই চেনো। প্রাচীরপত্র কী? এটি এক ধরনের প্রচারপত্র বা বড় মুদ্রিত চিত্র।
প্রাচীরপত্র কী কাজে ব্যবহার করা হয়? এটি রাজনৈতিক উদ্দেশে, জনসচেতনতার কাজে বা পণ্যের বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত বড় বড় কাগজে লিখে প্রাচীরপত্র তৈরি করা হয়। এটি হাতেও লেখা হয়, আবার মুদ্রণযন্ত্রে ছাপাও যায়। এতে ছবি থাকতে পারে আবার না-ও থাকতে পারে। প্রাচীরপত্র আঠা দিয়ে দেয়াল বা প্রকাশ্য স্থানে সেঁটে দেয়া হয়। কখনো বা লাগানো হয় ল্যাম্পপোস্টে। প্রাচীরপত্রকে ইংরেজিতে কী বলে? পোস্টার। এখন অবশ্য পোস্টার বাংলা শব্দ হিসেবেই পরিচিত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা