২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

পাথর-২

পাথর-২ -

ছোট্ট বন্ধুরা,
পাথর কোথায় পাওয়া যায়? সাধারণত পাহাড়-পর্বতে। এ ছাড়া খনিতেও এটি পাওয়া যায়। এ খনি সমতলেও থাকতে পারে আবার পার্বত্যভূমিতেও থাকতে পারে।
পাথর কী কাজে লাগে? দালান, সেতু, রাস্তাঘাট, কারখানার ভিত্তি প্রভৃতি তৈরি করতে এটি লাগে। সিমেন্ট তৈরি করতেও পাথর প্রয়োজন। প্রাচীনকালে যুদ্ধে পাথর ব্যবহার করা হতো।
পাথর হয় বিভিন্ন রঙের এবং আকারের। পাথরের নামও ভিন্ন ভিন্ন। তোমরা দু’টি পাথরের নাম বলতে পারবে কি? নিশ্চয়ই পারবে। যেমন, গ্র্যানিট শিলা ও বেলেপাথর। এবার ছবি দেখো এবং মজা করো।


আরো সংবাদ



premium cement