০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`
জানা-অজানা

গিনিপিগ তীক্ষèদন্ত ইঁদুরজাতীয় জীব

গিনিপিগ তীক্ষèদন্ত ইঁদুরজাতীয় জীব -

ছোট্ট বন্ধুরা,

তোমরা সবাই গিনিপিগের নাম শুনেছ। এটি কোন মহাদেশের প্রাণী? দক্ষিণ আমেরিকার।
গিনিপিগ তীক্ষèদন্ত ইঁদুরজাতীয় জীব। এর লেজ খুবই ছোট। আকারে জীবটি ১০ ইঞ্চি লম্বা হয়।
গিনিপিগের সামনের দু’পায়ে চারটে করে আঙুল থাকে আর পেছনের পায়ে থাকে তিনটি। সারা গায়ে নানা রকম ছাপছোপ দেখা যায়।
গিনিপিগের একসাথে অনেকগুলো বাচ্চা হয়। পোষা গিনিপিগের বাচ্চা রাখতে হয় খাঁচা বা কাঠের খোপে।
গিনিপিগ কী খায় জানো? ঘাসপাতা ও শাকসবজি। পোষা গিনিপিগকে এসবের সাথে দুধ বা দুধ মেশানো পানিও খাওয়ানো হয়।


আরো সংবাদ



premium cement

সকল