সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
কিন্তু না পারলেই বোধহয় ভালো হতো। দেখে শিউরে উঠলাম, পর্বতচূড়া থেকে ডানা ঝাপটে ওঠার সময় পাখিটা বিশাল এক পাহাড়ি ভয়াল সাপ ঠোকর মেরে তুলে নিয়ে গেল। পরে বুঝতে পারলাম, পাহাড়ের মাথায় ওই সাপটিকে দেখেই সে নেমে এসেছিল এই পাহাড়ের চূড়ায়। দেখলাম, পাখিটা উড়তে উড়তে সমুদ্রের ওপারে কোনো অজানা দেশে অদৃশ্য হয়ে গেল।
সাপটাকে ঠোঁটে করে নিয়ে যেতে দেখে আমার মনের ভেতর ভয় এসে বাসা বাঁধল। ওই ভয়াল সাপটি এই পর্বতের কন্দরেই কোথাও লুকিয়ে ছিল! তার মানে এই পর্বতে ওমন সাপ আরো আছে। বিশ্বাস কি, হাজারটাও থাকতে পারে পাহাড়টির কন্দরে কন্দরে লুকিয়ে।
এদিক ওদিক ভালো করে তাকালাম। না, কোথাও কোনো গাছপালা, ঝরনা কিংবা নদী দেখতে পেলাম না। হায় কপাল আমার! এখন কী করি? আগের দ্বীপটাই তো ভালো ছিল। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা