২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

শোঁ শোঁ করে উড়ে যাচ্ছে পাখিটা। আর আমি পাখিটার এক পায়ে বাঁধা আমার পাগড়ির অন্য প্রান্ত ধরে ঝুলে আছি।
সে এক অন্য রকমের অনুভূতি, অন্য রকমের আনন্দ। হঠাৎ বুঝতে পারি, পাখিটা তীরবেগে নিচের দিকে নামতে শুরু করছে। সারা দেহের রক্ত যেন শিরশির করে উঠল আমার গায়। নিজেকে বেশ হালকা মনে হলো। কয়েক মুহূর্ত মাত্র। তার পরই অনুভব করি। ঘন, ভারী ও আর্দ্র বাতাস। চোখ মেলে তাকিয়ে দেখি, এক পর্বতমালার উপরে এসে বসেছে রকপাখিটা।
ক্ষিপ্র হাতে কবজির বাঁধন এবং পাখিটার পা থেকে পাগড়িটা খুলে ফেলি। কি জানি, আবার যদি এখনি সে আকাশে উড়াল দেয়।
আমার অনুমানই ঠিক। আর এক পলক দেরি করলেই আবার সে আমাকে নিয়ে আকাশে উড়াল দিত। ভাগ্যিস পাগড়ির ফাঁসটা আমি পাখিটার পা থেকে খুলে ফেলতে পেরেছিলাম। (চলবে)


আরো সংবাদ



premium cement