২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

কুকুর বৃত্তান্ত-১

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই কুকুর চেনো। কুকুর কী? এটি গৃহপালিত প্রাণী। তবে বন্যকুকুরও আছে। কেউ কেউ কুকুরকে কুত্তা বলে। কেউ বা বলে সারমেয়।
কুকুর খুব প্রভুভক্ত প্রাণী। প্রভুর জন্য এটি প্রাণ দিতে পারে- এমন নজির বা দৃষ্টান্ত আছে। মনে করো, কোনো কুকুর-মালিক তার কুকুর নিয়ে নৌকায় বড় নদী পাড়ি দিচ্ছে। মালিক হঠাৎ নৌকা থেকে গেলেন পড়ে। আর কুকুরটি নদীতে ঝাঁপিয়ে পড়ে মালিকের পোশাক কামড়িয়ে ধরে রাখল। পরে অন্যান্য মানুষ মালিককে রক্ষা করল। এমন ঘটনা বাস্তবেই ঘটে। আর অনেক সময় মালিককে বাঁচাতে গিয়ে কুকুরের প্রাণও যায়।


আরো সংবাদ



premium cement