সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২০ অক্টোবর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
দেখতে দেখতে হঠাৎ একদিকে বহু দূরে কী যেন উজ্জ্বল সাদা রঙের কিছু একটা নজরে পড়ে আমার। কিন্তু ঠাহর করতে পারছি না, কী ওটা। ক্ষুধায় পেটটা এখনো মোচড় দিয়ে উঠছে।
অবশেষে গাছ থেকে নেমে পড়লাম। কিন্তু একা একা এগিয়ে যেতে গা ছমছম করছে। উপায় নেই। আমাকে চারিদিক পরখ করতে হবে। এদিক-ওদিক ভালোভাবে দেখে শুনে অতি সন্তর্পণে সেই অদ্ভুত সাদা বস্তুটার দিকে এগোতে থাকি। পায়ে পায়ে এক সময় পৌঁছে যাই সেটির কাছে। বিশাল বিরাট, পেল্লাইভারী একটা গম্বুজ। সাদা পাথরের তৈরি। চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকি গম্বুজটিকে। কিন্তু না, কোথাও কোনো দরজা নেই। অথবা ভেতরে ঢোকার কোনো সিঁড়ি বা পথও নেই। অনেক রকম কায়দা কসরৎ করে গম্বুজটার চূড়ায় ওঠার চেষ্টা করলাম। কিন্তু বৃথাই আমার কোশিস। এমন তেলতেলে মসৃণ গম্বুজের গা, কোনো ভাবেই এর বাইরের দেয়াল আঁকড়ে ধরে উপরে উঠতে পারলাম না। পায়ের সামনে পা রেখে গম্বুজটা প্রদক্ষিণ করে মেপে দেখি। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা