২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা

সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা -

(গত দিনের পর)

পাশেই কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে ঝরনা।
গাছের সুমিষ্ট ফল খেয়ে ও ঝরনার জল পান করে প্রাণ জুড়িয়ে গেল। মৃদুমন্দ হাওয়া বইছিল। আবেশে দুচোখ জুড়িয়ে আসে আমার।
কতক্ষণ ঘুমে আচ্ছন্ন ছিলাম জানি না, ঘুম থেকে ওঠে দ্রুত জাহাজের দিকে ছুটে আসি। এসে দেখি আমার জাহাজটি নেই। মাথায় হাত দিয়ে বসে পড়ি মাটিতে। হায়, হায়! এখন উপায়? ওরা আমাকে ফেলে জাহাজের নোঙর তুলে চলে গেছে? এই নিরালা নির্জন দ্বীপে পড়ে রইলাম আমি একা; কপর্দকশূন্য। আল্লাহর এক বান্দা। আমার যা কিছু সবই তো ছিলো ওই জাহাজে।
কিছুই বুঝতে পারলাম না, কেন ওরা আমাকে এই নির্জন দ্বীপে ফেলে চলে গেল? কী তাদের মতলব?
যতই ভাবি, কোনো কূলকিনারা পাই না। বুক ফেটে কান্না এলো। (চলবে)


আরো সংবাদ



premium cement