২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

জামরুল-২

জামরুল-২ -

ছোট্ট বন্ধুরা,
তোমরা দেখতে নাশপাতির মতো সাদাটে মোম রঙের জামরুলের কথা জেনেছ। বর্তমানে লাল, সবুজ ইত্যাদি রঙের জামরুলও দেখা যায়। জামরুল খেতে কেমন লাগে? সাধারণত পানি-পানি লাগে। তবে মিষ্টি জামরুলও আছে। তোমাদের বাড়িতে জামরুল গাছ আছে কি? গ্রামের বন্ধুরা, বাড়ির আঙিনায় বাবা-মায়ের সাহায্যে এ গাছ লাগাতে পারো। শহরের বন্ধুরা শহরে যাদের জায়গা আছে তারাও লাগাতে পারো। বিদেশেও জামরুল পাওয়া যায়। মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন প্রভৃতি দেশে জামরুল চাষ করা হয়।


আরো সংবাদ



premium cement