চীন-রাশিয়া সীমান্তের হ্রদটি
- সেলিম বুলবুল চৌধুরী
- ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
চীন ও রাশিয়ার সীমান্তে বিশাল একটি হ্রদের অবস্থান। দুই দেশে হ্রদটির দু’টি নাম। চীনারা একে বলে জিংকাই হ্রদ। রুশরা এর নাম দিয়েছে খানকা হ্রদ। এটি একটি মিঠা পানির হ্রদ।
খানকা হ্রদের অববাহিকার আয়তন প্রায় ১৬ হাজার ৪৯০ বর্গকিলোমিটার। অর্থ্যাৎ হ্রদের চার পাশের এই আয়তনের বৃষ্টির পানি হ্রদটি ধারণ করতে পারে।
২৩টি নদী খানকা হ্রদের পানির উৎস। এর ১৫টি এসে নেমেছে রাশিয়া থেকে, আটটি চীন থেকে। সংগাচা নদী এ হ্রদের পানিনির্গমনপথ। এর মাধ্যমে এভাবে হ্রদটি উসুরি ও আমুর নদীর সাথে সংযোগ রক্ষা করতে পেরেছে।
খানকা হ্রদের গড় গভীরতা ৪ দশমিক ৫ মিটার আর সর্বোচ্চ গভীরতা ১০ দশমিক ৬ মিটার। গড়ে প্রায় ১৮ দশমিক ৩০ ঘন কিলোমিটার পানি ধারণ করতে পারে হ্রদটি। সর্বোচ্চ ধারণক্ষমতা প্রায় ২২ দশমিক ৬ ঘন কিলোমিটার।
হ্র্রদ এলাকার রুশ ও চীনা অঞ্চল, বিশেষ করে এখানকার জলাভূমি জীববৈচিত্র্যে সমৃদ্ধ।
হ্রদটি বিরল প্রজাতির রাজহাঁস লেসার হোয়াইট-ফ্রন্টেড গুসের আবাসভূমি।
পরিযায়ী পাখির জন্য এ হ্রদের খ্যাতি আছে। এখানে প্রায় ৩৩৪ প্রজাতির পাখি রয়েছে। জাপানি সারস দেখা যায় এখানে।
হ্রদ এলাকার সর্বোচ্চ বার্ষিক তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখানে বৃষ্টিপাত হয় মূলত গ্রীষ্মকালে। বার্ষিক বৃষ্টিপাত ৭৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছে।
হ্রদ অঞ্চলের চীনা অংশে রয়েছে প্রকৃতিগত সংরক্ষিত এলাকা এবং রুশ অংশে রয়েছে খানকা হ্রদ প্রকৃতিগত এলাকা।
হ্রদ এলাকার চীনা অংশে চীন সরকার যৌথ খামার করেছে। মৎস্য শিকার, কৃষিকাজ ও গবাদিপশু পালন এর উদ্দেশ্য। খানকা হ্রদের আয়তন প্রায় চার হাজার ৪০০ বর্গকিলোমিটার। চীন-রাশিয়া সীমান্তে এর অবস্থান। এটি উত্তর-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় হ্রদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা