সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
তারা আসমানের দিকে দু-হাত তুলে খোদাতালার উদ্দেশে বললেন, ‘হে আল্লাহ, এই কাহিনী থেকেই বুঝা যায়, আমাদের বাঁচা মরা সবই তোমার ইচ্ছায়! তা না হলে যে অবিশ্বাস্য কাহিনী শোনালে হে সিন্দাবাদ, এটা যে তোমার দ্বিতীয় জন্মের মতো, হে বন্ধু।
কাপ্তান আমার যাবতীয় মাল-সামান বের করে দিলেন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, যা যা ছিল সবই যথাযথ এবং ঠিক ঠিক আছে।
বাজারে নিয়ে বেশির ভাগ সওদাই বিক্রি করে দিলাম। সবচেয়ে বাহারি কয়েকটা জিনিস উপহার দিলাম সুলতান মিরজানকে এবং আমার সেই পাহাড় থেকে উদ্ধার করে আনা বন্ধুকে। আমাদের দেশ থেকে আসা জাহাজ বন্দরে নোঙর করেছে শুনে সুলতান মিরজানও বেশ খুশি হলেন। তিনি বললেন, যাক এতদিনে আল্লাহ মুখ তুলে চাইলেন তোমার দিকে।
নানা ধরনের সুন্দর সুন্দর উপহার উপঢৌকন আমাকে দিলেন সুলতান। এত জিনিস নিয়ে আমি কী করব?
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা