সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
সুতরাং আরো অনেক কাল কেটে গেল আমার সেই সুলতান মিরজানের দ্বীপে। এই প্রবাসকালে কত যে অদ্ভুত ও বিস্ময়কর অভিজ্ঞতা হলো আমার।
একদিন আমি সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি, একটি বিরাট জাহাজ আসছে বন্দরের দিকে। কিছুক্ষণের মধ্যে জাহাজটি এসে নোঙর করে। মালপত্র কী কী আছে দেখার জন্য আমি জাহাজে উঠে যাই। কাপ্তান আমাকে এক এক করে সমস্ত সওদাপত্র বের করে দেখালেন। আমি সব পরীক্ষা করে দেখি। পরিশেষে কাপ্তানকে জিজ্ঞেস করি, আর কিছু নেই? কাপ্তান বলে, আছে। কিন্তু সেসব সামানের মালিক জাহাজে নেই। তাই, অন্যের জিনিস আমি দেখাতে পারি না।
আমি জিজ্ঞেস করলাম, কেন, তারা কোথায় গেছে?
কাপ্তান বললেন, তারা সাগরে ডুবে গেছে। আল্লাহ জানেন, তাদের মধ্যে কে বেঁচে আছে, নাকি কেউই বেঁচে নেই।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা