২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

স্বর্ণের হোটেলে পানীয়তেও স্বর্ণচূর্ণ, রাত যাপনের নূন্যতম খরচ দেড় লাখের বেশি

স্বর্ণের হোটেলে পানীয়তেও স্বর্ণচূর্ণ, রাত যাপনের নূন্যতম খরচ দেড় লাখের বেশি - ছবি : সংগৃহীত

বাণিজ্যিকভাবে দ্বার খোলার আগে এক ব্রিটিশ সাংবাদিক আতিথ্য গ্রহণ করেছিলেন হোটেলের। এতটাই মুগ্ধ হয়েছিলেন, পরে তিনি বলেছিলেন, এই হোটেল বিশ্বের অন্য সব হোটেলের তুলনায় এগিয়ে। তাই এটি ‘সেভেন স্টার হোটেল’। তার পর থেকে দুবাইয়ের ‘বুর্জ আল আরব’-এর গায়ে সাতটি তারার আলো।

‘বুর্জ’ শব্দের অর্থ মিনার। ‘বুর্জ আল আরব’ হলো আরব দেশের মিনার। দুবাইয়ে পারস্য উপসাগরের উপকূলে ‘জুমেইরাহ’ হলো সাদা বালির সৈকত। সৈকতের একটি কৃত্রিম দ্বীপে দাঁড়িয়ে আছে এই হোটেলটি। পালতোলা নৌকোর মতো দেখতে এই অতিথিশালা বিশ্বের উচ্চতম হোটেলগুলোর মধ্যে অন্যতম।

পাঁচ বছর ধরে নির্মাণপর্বের পরে ১৯৯৯ সালে খুলে যায় বুর্জ আল আরবের দরজা। কৃত্রিম দ্বীপের উপর তৈরি করা হয়েছে বলেই সম্পূর্ণ নির্মাণ প্রক্রিয়া শেষ হতে এত সময় লেগে যায়। মূল ভূখণ্ডের সাথে এর যোগাযোগ হয় একটি সেতুর মাধ্যমে। তবে বিলাসবহুল হোটেলের নিজস্ব এই সেতু ব্যবহার করতে পারেন শুধুমাত্র হোটেলের কর্মী ও অতিথিরা।

৬৮৯ ফুট উচ্চতার এই হোটেলের ছাদের কাছে আছে নিজস্ব হেলিপ্যাড। দুবাই বিমানবন্দর থেকে অতিথিদের হেলিকপ্টারে উড়িয়ে আনেন হোটেল কর্তৃপক্ষ। যদি কেউ সড়কপথে আসতে চায়, তা হলে পাঠিয়ে দেয়া হয় রোলস রয়েস।

হোটেলের ভিতের পা রাখলেই চোখ ধাঁধিয়ে যায় স্বর্ণের ঘনগটায়। অন্দরসজ্জা, ঝাড়বাতি থেকে আসবাবপত্র সব কিছুতেই খাঁটি স্বর্ণের উজ্জ্বল উপস্থিতি। হোটেলের সাজসজ্জার মধ্যে ২২ হাজার বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে স্বর্ণের হাজিরা। আয়নার ফ্রেম থেকে টেলিভিশনের বর্ডার মুখ ঢেকেছে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপে।

হোটেলে বিলাসবহুল স্যুট ২০২টি। তার মধ্যে কয়েকটি থেকে পর্যটকরা দেখতে পাবেন ‘পাম জুমেইরা’-এর দৃশ্য। খেজুর গাছের মতো আকারবিশিষ্ট ‘পাম জুমেইরা’ হলো কিছু কৃত্রিম দ্বীপের সমষ্টি। বিলাসবহুল হোটেল, শপিং কমপ্লেক্সসহ এই অংশ হলো দুবাই তথা বিশ্বের বিত্তবানদের অন্যতম ঠিকানা।

প্রতিটা স্যুইটের জন্য থাকেন একজন করে নির্দিষ্ট বাটলার। ওই স্যুইটের বাসিন্দাদের জন্য তিনি নিযুক্ত হন। অতিথিদের অভিবাদন জানিয়ে তিনি তাদের হোটেলের দরজা থেকে নিয়ে যান স্যুইট অবধি। এই হোটেলের সাজসজ্জা ও রীতিনীতিতে মরু সংস্কৃতির প্রভাব স্পষ্ট। তবে হোটেল নির্মাণে অনুসরণ করা হয়েছে গ্রিক স্থাপত্যও।

আগুন, বাতাস, মাটি ও পানি প্রকৃতির এই মূল উপাদানের প্রভাব রয়েছে স্যুইটগুলোর ভিতরের রঙে। সবথেকে ছোট স্যুইটের আয়তনও এক হাজার ৮৩০ বর্গফুট। একটি স্যুইট সম্পূর্ণ ঘুরে দেখতে সময় লাগে অন্তত ৩০ মিনিট।

হোটেলের রয়্যাল স্যুটগুলো তৈরি হয়েছে একটি গোটা ফ্লোর জুড়ে। এ রকম একটি স্যুইটের আয়তন প্রায় আট হাজার ৪০০ বর্গফুট। রাজকীয় এই স্যুইটের মাঝে থাকে বিশাল পালঙ্ক। খাঁটি মিসরীয় সুতির চাদর বিছিয়ে থাকা পালঙ্কের উপর সিলিং জুড়ে বিরাজ করে বিশাল আয়না। অতিথির আরামদায়ক ঘুমের জন্য হোটেল থেকে দেয়া হয় ১৭ রকমের বালিশ।

হোটেলের ১৮তম তলায় আছে স্পা। পারস্য উপসাগরের সৌন্দর্য দেখতে দেখতে সেখানে বুঁদ হয়ে থাকা যায় স্পা-এর আরামে। পাশাপাশি হোটেলে আছে একাধিক ইন্ডোর ও আউটডোর সুইমিং পুল। শুধুমাত্র নারী ও শিশুদের জন্য আছে আলাদা সুইমিং পুল।

যুগলদের জন্য নির্দিষ্ট ইন্ডোর সুইমিং পুলে আছে চাঁদের আলোয় সাঁতার কাটার ব্যবস্থা। যদি এতেও মন না ভরে, রয়েছে হোটেলের ব্যক্তিগত সৈকত। সেখানেও পর্যটকের জন্য হাজির হরেক বিলাস।

এই হোটেলের ছয়টি রেস্তরাঁয় সাজানো আছে বিশ্বের নানা প্রান্তের খাবার। ওইগুলোর মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো ‘গোল্ড অন ২৭’। ‘বুর্জ আল আরব’-এর ২৭তম ফ্লোরে এই বার স্বর্ণ দিয়ে সাজানো। বিশেষভাবে প্রশিক্ষিত বারটেন্ডাররা তৈরি করেন বিশেষ পানীয়, যার রেসিপি গোপন রাখা হয়। বিশেষ রকমের পানীয় তৈরিতে আঙুর রসের সাথে মেশানো হয় স্বর্ণের গুঁড়াও।

বুর্জ আল আরব-এর রেস্তরাঁগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো ‘আল মুনতাহা’ এবং ‘আল মাহারা’। বিভিন্ন নামী পত্রিকার প্রচ্ছদ থেকে হলিউডের সিনেমায় জায়গা করে নিয়েছে ‘বুর্জ আল আরব’।

যুক্তরাষ্ট্রের এক সংবাদ সংস্থার তালিকা অনুযায়ী বিশ্বের প্রথম ১৫টি মহার্ঘ্য হোটেলের মধ্যে বুর্জ আল আরব আছে ১২ নম্বরে। এই হোটেলে দু’জনের এক রাত কাটানোর ন্যূনতম খরচ প্রায় দেড় লাখ টাকা। ডুপ্লে স্যুইটগুলোতে এক রাত কাটানোর খরচ আট লাখ টাকারও বেশি।

তবে তাদের সাত তারা পরিচয় নিয়ে বিতর্কও আছে। বিশ্বের আরো কিছু হোটেলের গায়ে এই পরিচয় আছে। সাত তারা হোটেলের কোনো নির্দিষ্ট মাপকাঠি না থাকায় এই দ্বন্দ্ব আরো বেড়ে যায়। তবে বুর্জ আল আরব-এর পক্ষ থেকে কোনো দিন নিজেদের ‘সাত তারা হোটেল’ হিসেবে দাবি করা হয় না। ওইভাবে বিজ্ঞপ্তিও করা হয় না। তবে এই হোটেল আপাতত দুবাইয়ের প্রতীক।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান সোনাগাজীতে যুবদলের সাথে যুবলীগের সংঘর্ষে আহত ১০ সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৭৬৯ মানিকগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১ অনিয়ন্ত্রিত কর্মীদের নিয়ন্ত্রণ জরুরি

সকল