১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, যে কারণে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, যে কারণে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট - ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীর নিরাপত্তায় যোগ হলো নতুন নিয়ম। এ বার থেকে প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে বাতিল হতে পারে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট। সম্প্রতি একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক। একই সাথে যোগ হয়েছে নতুন কিছু ফিচারও।

হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা বার্তা, ছবি ও ভিডিও সব কিছুই অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেড।
অর্থাৎ আপনার পাঠানো বার্তা, ছবি বা ভিডিও গ্রহণ করা ব্যক্তি এবং আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এমনকি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষেরও ধরা-ছোঁয়ার বাইরে থাকবে।

নতুন পলিসিতে বলা হয়েছে, এই এনক্রিপশন গ্রহণ না করলে বাতিল হয়ে যেতে পারে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তবে আগে থেকে যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু এনক্রিপশন গ্রহণ করেননি, তাদেরকে এখন গ্রহণ করে নিতে হবে। কিন্ত নতুন ব্যবহারকারীরা এনক্রিপশন গ্রহণ না করলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

এ ছাড়াও হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে নতুন একটি ফিচার। এখন থেকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর অথবা নির্দিষ্ট দিনে ব্যবহারকারীদের তথ্য জানাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না হোয়াটসঅ্যাপে। অ্যাপটিতে কোনো পরিবর্তন করা হলে বা নতুন কোনো ফিচার যোগ করা হলে তা জানানো হবে ব্যবহারকারীদের। এক্ষেত্রে ব্যবহারকারীদের ইনবক্সে কোনো বার্তা পাঠানো হবে না। ওই পরিবর্তনগুলো ব্যানার হিসেবে অ্যাপেই দেখানো হবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
দেওয়ানগঞ্জের ৩ প্রতিবন্ধী সন্তানের অসহায় বাবা দুলাল মন্ডলের কথা ঘোড়াশালে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ১ প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতে সূচকের উত্থান শ্রীপুরে ৮৭ বোতল বিদেশী মদ উদ্ধার যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল টিকটক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে দশমিনায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে দোয়া হামাস পণবন্দীদের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু নাইজেরিয়ায় পেট্রোলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০ ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন নিশ্চিত করবে শ্রমিকদের অধিকার : অধ্যাপক হারুন অর রশিদ

সকল