ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের হামলা, গাড়ি ভাঙচুর
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ আগস্ট ২০২৪, ১৮:৪১
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে একদল লোক হকিস্টিক নিয়ে জোর করে প্রধান ফটক খুলে অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলে ওই গ্রুপের একটি সংবাদমাধ্যমের সাংবাদিক জানান।
দুর্বৃত্তরা ক্যাপিটাল রেডিওর অফিসে ঢুকে ভাঙচুর চালায়। এসময় তারা টেবিল, কম্পিউটার ও এসি ভাঙচুর করে।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ ২৪, নিউজ ২৪, টি স্পোর্টস ও ক্যাপিটাল রেডিওর অফিস রয়েছে।
এছাড়াও অফিস চত্বরে পার্ক করা ২০-২৫টি গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
হামলাকারীদের অধিকাংশই মাস্ক পরা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানান ওই সাংবাদিক।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা