১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাসা থেকে ৩ কোটি টাকা পাওয়া সেই সাবেক সচিব গ্রেফতার

সাবেক জ্যেষ্ঠ সচিবের নাম শাহ কামাল - ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার মহাখালী এলাকা থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিবের নাম শাহ কামালকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে গ্রেফতার করে।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শাহ কামাল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯ ও ২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

গতকাল মোহাম্মদপুরের বাবর রোডে তার বাড়িতে অভিযান চালায় ডিএমপির একটি দল। অভিযানে তিন কোটি এক লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছিল।


আরো সংবাদ



premium cement