রাজধানীতে স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জানুয়ারি ২০২১, ১৭:০৪
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সমিতি বাজার এলাকার একটি বাসায় স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যার অভিযোগে রনি মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, রনির স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০) ও শ্যালিকা শিমু আক্তার (১৬)।
শনিবার বিকেল ৩টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই বোন রাজধানীর একটি গার্মেন্টসে কাজ করতেন। পারিবারিক কলহের জের ধরে তাদেরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত রনি মিয়া একজন রিকশাচালক।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল গণমাধ্যমকে জানান, খবর পেয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে। তাদের এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইয়াসমিনের স্বামীকে আটক করা হয়েছে।