ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:১০
রাজধানীতে ছিনতাই শূন্যের কোটায় নিয়ে আসার প্রচেষ্টার অংশ হিসেবে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়। আমরা পুলিশকে ইনস্ট্রাকশন (নির্দেশনা) দিয়েছি, শেষ রাতে যেন পেট্রোলিংটা (টহল) বাড়িয়ে দেয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায়, সেই চেষ্টা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বরের নিরাপত্তা নিয়ে আজ আমরা আলোচনা করেছি। পাশাপাশি তাবলিগ জামাতের ইজতেমা নিয়ে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ট্রাফিক সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় আছে, এখান থেকে আরো উন্নতি করতে হবে।’
ইজতেমা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর দুই পক্ষের সাথে আবার বৈঠক হবে। এর আগেরবার যেভাবে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, এবার সেভাবেই হবে।’
সূত্র : ইউএনবি