২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জেনেভা ক্যাম্প থেকে ‘বোমা আরমান’ গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

রাজধানীর মোহাম্মদপুর থেকে হত্যা মামলার আসামি মো: আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করিম।

তিনি জানান, ১ নভেম্বর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে রাজ নামে একজন নিহত হন। এ মামলার প্রধান আসামি বোমা আরমান। এছাড়া তার বিরুদ্ধে আরো পাঁচটি মামলা রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ১ নভেম্বর মাদক বিক্রিকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বোমা আরমান গ্রুপের ছোড়া বোমায় রাস্তায় চলাচলরত রাজসহ আরো ১০ থেকে ১২ জন মানুষ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রাজের খালাতো বোন মোহাম্মদপুর থানায় আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement