২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী মনিরুল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মো: মনিরুল মোশারফ ওরফে শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ - ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মো: মনিরুল মোশারফ ওরফে শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: মফিজুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার (৪ অক্টোবর) রাতে উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি, পাঁচটি চাপাতি, তিনটি চাকু, একটি হকিস্টিক, একটি স্টিলের পাইপ, একটি লোহার রড, একটি হাতুরি, দুটি লাল ও কালো রঙের মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) জানান, মনিরুল যাত্রাবাড়ী এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার লিটনের অন্যতম সহযোগী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণে উল্লিখিত দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করে মনিরুল।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মনিরুলের নিজের কোনো মোটরসাইকেল নেই, এমনকি তিনি মোটরসাইকেল চালাতেও জানেন না। অথচ তার হেফাজত থেকে মোটরসাইকেলের দুটি হেলমেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুলকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সূত্র : ডিএমপি নিউজ


আরো সংবাদ



premium cement
স্বৈরাচার প্রতিরোধী সরকার-কাঠামো সংস্কারের চ্যালেঞ্জ কী ফ্যাসিস্ট হা‌সিনা ও তার দোসর‌দের বিচার ছাড়া কোনো নির্বাচন নয় বিসিএলে চতুর্থ সেঞ্চুরিয়ান মুর্শিদা টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল জিম্বাবুয়ে রাষ্ট্রের আগে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন : রাষ্ট্রদূত মুশফিক কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল ফোন ও সিএনজি জব্দ বিপ্লবের মাধ্যমে আসা সরকার ম্যান্ডেট নিয়ে চিন্তিত না : উপদেষ্টা রিজওয়ানা নাশকতাকারী কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবজাতির প্রকৃত নৈতিকতার পূর্ণতা স্রষ্টার বিধানেই সম্ভব’ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি

সকল