১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ছন্দে ফিরতে বাবরকে বিয়ের পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

বাবর আজম - ছবি - ইন্টারনেট

ছন্দে ফিরতে ক্রিকেটারদের কতো কিছুই না করতে হয়। কেউ অনুশীলনে কাটিয়ে দেন ঘণ্টার পর ঘণ্টা, কেউ ব্যস্ত হন ফিটনেস নিয়ে। কেউ শরণাপন্ন হন মনোবিদের, হাঁটেন আগুনের উপর। কেউ আবার চলে যান সাময়িক বিরতিতে।

তবে বাবর আজমকে কি না ছন্দে ফিরতে করতে হবে বিয়ে! তাকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন সাবেক স্বদেশী ক্রিকেটার বাসিত আলি। তার দাবি, বিয়েই কেবল ভিন্ন এক মানুষে পরিণত করতে পারে পাকিস্তান অধিনায়ককে।

ভারতের ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিয়ে করবেন বাবর আজম! গত বছরের আগস্টে এমন খবর প্রকাশ করেছিল পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। যদিও শেষ পর্যন্ত তাদের সেই খবরের সত্যতা মেলেনি। এখনো বিয়ে করেননি।

এদিকে ব্যাট হাতে সময়টা একেবারে ভালো যাচ্ছে না বাবরের। কয়েকদিন আগেও সাদা পোশাকে রাজ করা এই ব্যাটার এখন আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে নেই সেরা দশের মাঝে। সর্বশেষ শতক হাঁকিয়েছেন বছর দুয়েক আগে, ২০২২ সালে।

এমনকি নিজের খেলা সবশেষ ১৬ ইনিংসের একটিতেও হাফ সেঞ্চুরির দেখা পাননি ২৯ বছর বয়সী এই ব্যাটার। সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজেও বাবর ছিলেন ছায়া হয়ে। ব্যাট থেকে ৪ ইনিংসে আসে মাত্র ৬৪ রান।

এমতাবস্থায় ছন্দে ফিরতে বাবরকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন বাসিত আলি। নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবর আজম, তোমার মা-বাবার সাথে কথা বলে বিয়ে করে নাও। এরপর দেখবে তুমি পুরোপুরি ভিন্ন এক মানুষ হয়ে উঠবে।’

এই সময় বাবরকে বিয়ে দিতে তার বাবা-মাকেও অনুরোধ করেন বাসিত। বলেন, ‘আমি বাবরের মা-বাবাকে অনুরোধ করছি, ওর বিয়ের ব্যবস্থা করুন। বড় ভাই হিসেবে আমি ওকে বলতে চাই, ভাই বিয়ে করে ফেলো। তোমার যথেষ্ট বয়স হয়েছে।’


আরো সংবাদ



premium cement
বিদেশে সাবেক ভূমিমন্ত্রীর ৮ হাজার কোটি টাকার সম্পত্তি বৃষ্টিতে ভাসবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট! মিয়ানমার সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরার সিদ্ধান্ত ভারতের ‘এক দেশ এক ভোট’ চালু করার দিকে আরো এক ধাপ এগুলো ভারত! সেই আফগানিস্তানের কাছে শোচনীয় হার দক্ষিণ আফ্রিকার ইউনূসের সাথে সাক্ষাত হচ্ছে না মোদির লেবাননে পেজারের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’

সকল