১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাংলাদেশের কাছে সিরিজ হারে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেকরা

জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম উল হক - সংগৃহীত

টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ হারের স্বাদ পেয়েছে পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের হোয়াইটওয়াশে হতাশ দেশটির সাবেক ক্রিকেটাররা। এমন হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। যে কারণে দলের এই পারফরমেন্সের সমালোচনা করতেও ভুল করেননি জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হকের মতো কিংবদন্তিরা।

২০২২ সালের মার্চ থেকে টেস্ট ফরম্যাটে ঘরের মাঠে সাফল্য নেই পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ঘুড়ে দাঁড়ানোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু বাংলাদেশের অসাধারণ পারফরমেন্সে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের হারে বড়সড় ধাক্কা খায় পাকিস্তান। মুখোমুখি লড়াইয়ে ১৪তম ম্যাচে এসে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টেস্ট হারের স্বাদ পায় স্বাগতিকরা। সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য ছিল পাকিস্তানের। কিন্তু দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের অবিশ্বাস্য পারফরমেন্সের সামনে আত্মসমর্পণ করে পাকিস্তান। ৬ উইকেটে হেরে সিরিজ হারের লজ্জায় ডুবে বাবর আজম-শান মাসুদরা।

পাকিস্তানের এমন পারফরমেন্সে ক্ষোভ ঝেড়েছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। বার্তাসংস্থা পিটিআইকে মিয়াঁদাদ বলেন, ‘আমাদের ক্রিকেট এই পর্যায়ে নেমে এসেছে, এটা কষ্টের। গোছানো পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং ভেঙে পড়েছে তা মোটেই ভালো লক্ষণ নয়।’

বাজে পারফরমেন্সের জন্য খেলোয়াড়দের দোষ দিতে নারাজ মিয়াঁদাদ। এর পেছনে গত কয়েক বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যকলাপকে দুষছেন মিয়াঁদাদ। তিনি বলেন, ‘আমি শুধু খেলোয়াড়দের দোষ দেবো না। কারণ গত দেড় বছরে পিসিবিতে যা কিছু হয়েছে, সেই সাথে অধিনায়ক ও ম্যানেজমেন্ট পরিবর্তনের প্রভাব দলের ওপর পড়েছে।’

বাংলাদেশের কাছে সিরিজ হারের জন্য ব্যাটারদের দুষলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম। তিনি বলেন, ‘সেরা দলগুলোকে হারানোর জন্য অতীতে হোম সিরিজকে সবসময় আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এ জন্য ব্যাটারদের রান করতে হবে। অতীতে আমাদের ব্যাটাররা রান পেয়েছে, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে সমস্যা কাটিয়ে উঠতে তাদের মানসিক দৃঢ় হওয়া জরুরি।’

আগামী অক্টোবরে নিজেদের পরবর্তী টেস্ট সিরিজ খেলতে নামবে পাকিস্তান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

সকল