১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ-পাকিস্তান

মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ-পাকিস্তান - ছবি : সংগৃহীত

মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। গতকাল গোটা একটি দিন চলে গেলেও মাঠে নামা হয়নি, হয়নি একটা বলও। বৃষ্টিতে ভণ্ডুল হয়ে গেছে সব পরিকল্পনা। করা যায়নি টসও। বলা যায়, রাওয়ালপিন্ডির এই টেস্টটা নেমে এসেছে চার দিনে।

সিরিজের দ্বিতীয় টেস্টে গতকাল (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে তীব্র বৃষ্টির কারণে মাঠেই আসা হয়নি ক্রিকেটারদের। প্রথম সেশনের পরেই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

আজ (শনিবার) দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই দল। যদিও শুরু করতে হবে একদম প্রথম থেকে। আজ অবশ্য নেই বৃষ্টি শঙ্কা। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার বলছে দিনটি একদমই ভিন্ন রকম থাকবে। রৌদ্রোজ্জ্বল একটি দিনই দেখতে পাবে রাওয়ালপিন্ডির মানুষ।

বিপরীতে উল্টো দেখা দিতে পারে অতিরিক্ত গরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত আর্দ্রতার কারণে যেটা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা ক্রিকেটারদের বেশ ভোগাবে নিঃসন্দেহে বলা যায়।

পাকিস্তানের বিপক্ষে এবার আর খালি হাতে লড়াইয়ে নামছে না বাংলাদেশ, শূন্য থেকে শুরু নয়; একটা জয় আছে বাংলাদেশেরও৷ সিরিজের প্রথম টেস্টে এই রাওয়ালপিন্ডিতেই পাকিস্তান হারায় তারা ১০ উইকেটে।

যা ১৪ বারের দেখায় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। সেই সাথে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে যেকোনো ফরম্যাটেও প্রথম কোনো জয় বাংলাদেশের। নিশ্চয়ই তাই এই জয়ের উচ্ছ্বাসটা ছিল একটু বেশিই।

তবে তা নিয়ে বসে থাকার সুযোগ নেই। এবার বাংলাদেশ মাঠে নামছে সিরিজ নিশ্চিত করতে। আরো একটা জয় বাংলাদেশকে এনে দিতে পারে নতুন একটা ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ। সেই লক্ষ্যেই নিশ্চয়ই মাঠে আসবেন সাকিব-মুশফিকরা।


আরো সংবাদ



premium cement
ইসলামী ব্যাংকে বৈষম্যের মুলোৎপাটনের দাবি পেশাদার ব্যাংকারদের বিশ্বের সবচেয়ে সুন্দর পর্বাতারোহণের ৫ লোকেশন আপাতত স্থগিত থাকবে পঞ্চবার্ষিক পরিকল্পনা শামীম ওসমানের ক্যাডারদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবি রাবির মনোবিজ্ঞান বিভাগের দুই শিক্ষিকাকে অবাঞ্ছিত ঘোষণা শাবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার হলেন যারা সেন্সরবোর্ড পুনর্গঠন করে হচ্ছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গণহত্যায় উসকানিদাতা কবি-সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে : নাহিদ ইসলাম সাভারে হাসিনার বিরুদ্ধে একই দিন ২টি হত্যা মামলা গাজাবাসীর পাশে দাঁড়াল রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমার থেকে ছোড়া গুলি পড়ছে টেকনাফে, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

সকল