০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে হারল বাংলাদেশ

শেফালি ভার্মা - ছবি : সংগৃহীত

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেনি টাইগ্রেসরা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহে ৮০ রান। জবাবে কোনো উইকেট না হারিয়ে ১১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

শুক্রবার ডাম্বুলায় মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

প্রথম ওভারেই বাংলাদেশকে চাপে ফেলে ভারত, রেনুকা সিংয়ের চতুর্থ বলে উমা ছেত্রীকে ক্যাচ দিয়ে ৬ রানে ফেরেন দিলারা আক্তার। তৃতীয় ওভারের শেষ বলে রেনুকা সিংকে খেলতে গিয়েই তানুজা কানওয়ারকে ক্যাচ তুলে দেন ইসমা তানজিম। ১০ বলে ৮ রান করে ফেরেন তিনি।

পরের আঘাতটাও হানেন রেনুকা সিং। শেফালি ভার্মাকে ক্যাচ তুলে দিয়ে ৪ রানে ফেরেন মুর্শিদা খাতুন।

এরপর অনেকটা আসা যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক জ্যোতি। দলীয় শেষ ওভারের প্রথম বলে দলীয় ৮০ রানে ফেরেন তিনি। রাধা যাদবের বলে দিপ্তি শর্মাকে ক্যাচ তুলে দেন টাইগ্রেসরা অধিনায়ক, এর আগে ৫১ বলে করেন ৩১ রান।

এছাড়া ১৯ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার।

ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং ও রাধা যাদব। আর পুজা ভ্রাস্ত্রাকার, দিপ্তি শর্মা নিয়েছে ১টি করে উইকেট।

জবাবে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা অপরাজিত ইনিংসে জয় তুলে নেয় হারমানপ্রিত কাউরের দল। শেফালি ভার্মা করেন ২৮ বলে ২৬ এবং স্মৃতি সংগ্রহ ৩৯ বলে ৫৫ রান।

ফাইনালে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয়রা।


আরো সংবাদ



premium cement
এ সরকার জনপ্রত্যাশার কী করবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা

সকল