১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে হারল বাংলাদেশ

শেফালি ভার্মা - ছবি : সংগৃহীত

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেনি টাইগ্রেসরা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহে ৮০ রান। জবাবে কোনো উইকেট না হারিয়ে ১১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

শুক্রবার ডাম্বুলায় মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

প্রথম ওভারেই বাংলাদেশকে চাপে ফেলে ভারত, রেনুকা সিংয়ের চতুর্থ বলে উমা ছেত্রীকে ক্যাচ দিয়ে ৬ রানে ফেরেন দিলারা আক্তার। তৃতীয় ওভারের শেষ বলে রেনুকা সিংকে খেলতে গিয়েই তানুজা কানওয়ারকে ক্যাচ তুলে দেন ইসমা তানজিম। ১০ বলে ৮ রান করে ফেরেন তিনি।

পরের আঘাতটাও হানেন রেনুকা সিং। শেফালি ভার্মাকে ক্যাচ তুলে দিয়ে ৪ রানে ফেরেন মুর্শিদা খাতুন।

এরপর অনেকটা আসা যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক জ্যোতি। দলীয় শেষ ওভারের প্রথম বলে দলীয় ৮০ রানে ফেরেন তিনি। রাধা যাদবের বলে দিপ্তি শর্মাকে ক্যাচ তুলে দেন টাইগ্রেসরা অধিনায়ক, এর আগে ৫১ বলে করেন ৩১ রান।

এছাড়া ১৯ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার।

ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং ও রাধা যাদব। আর পুজা ভ্রাস্ত্রাকার, দিপ্তি শর্মা নিয়েছে ১টি করে উইকেট।

জবাবে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা অপরাজিত ইনিংসে জয় তুলে নেয় হারমানপ্রিত কাউরের দল। শেফালি ভার্মা করেন ২৮ বলে ২৬ এবং স্মৃতি সংগ্রহ ৩৯ বলে ৫৫ রান।

ফাইনালে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয়রা।


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল