১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘুম-কেলেঙ্কারিতে গণমাধ্যমকে তাসকিনের আইনি নোটিশ

তাসকিন আহমেদ - ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদের ঘুম-কেলেঙ্কারি এবার আদালত পর্যন্ত গড়াল। তার ঘুম নিয়ে অসত্য সংবাদ প্রকাশ ও প্রচারের দাবি করে দেশের দুটি গণমাধ্য ৭১ টিভি ও দৈনিক সমকালকে আইনি নোটিশ পাঠিয়েছেন ক্ষুব্ধ এই পেসার।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য ছিল মিশ্র অনুভূতির। অর্জন আর ব্যর্থতা, দুটিই ছিল পিঠাপিঠি। তবে কোনো অর্জন বা ব্যর্থতা নয়, বিশ্বকাপ শেষে সব আলোচনা কেড়ে নেয় তাসকিনের ‘ঘুম।’ জানা যায় অতিরিক্ত ঘুমের কারণে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি।

গণমাধ্যমে এই বিষয়টি আসার পর থেকেই চারদিক থেকে আলোচনা-সমালোচনা আসতে শুরু করে। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই বিষয়ে তদন্তের আশ্বাস দেন। তবে ঘটনার মোড় ঘুরে যায় এরপরে।

তাসকিন ঘুমিয়ে ছিলেন স্বীকার করলেও সংবাদ মাধ্যমে যা প্রচারিত হচ্ছে তা অতিরঞ্জিত এবং অসত্য বলে দাবি করেন তিনি। এমনকি টসের অনেক আগেই মাঠে এসেছিলেন বলে দাবি করেন। এই সময় নিজের ফেসবুক পেজে বিষয়টির বৃন্তান্ত তুলে ধরে তাসকিন দীর্ঘ এক স্ট্যাটাস দেন।

সেখানেই তাসকিন গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, ‘আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে।

‘আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে, আমি আইনি ভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে।’

কিন্তু এরপরও তখন বোমা ফাটায় দৈনিক সমকাল। সেখানে দাবি করা হয়, ম্যাচের আগের রাতে বিশেষ পানীয় পান করার কারণেই ম্যাচের দিন সময়মতো টিম বাস ধরতে ব্যর্থ হয়েছেন তাসকিন। এরপরই আবারো নড়েচড়ে বসে ক্রিকেট পাড়া।

ফলে এবার আর চুপ থাকেননি তাসকিন। তার দেয়া কথা রেখেছেন। জাতীয় দৈনিক সমকাল ও একাত্তর টেলিভিশনের ‘খেলাযোগ’কে ইতিমধ্যে ভিন্ন দুটি আইনি নোটিশ পাঠিয়েছেন তাসকিন। জাতীয় দলের সহ-অধিনায়কের পক্ষ থেকে নোটিশটা পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব।

সমকালকে পাঠানো নোটিশে সম্পাদক আলমগীর হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ এবং স্টাফ রিপোর্টার সিকান্দার আলীর নাম উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, গত ৩ জুলাই দৈনিক সমকালে প্রকাশিত ‘তাসকিনের ঘুম এবং বমিকাণ্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে বিশেষ পানীয়র কথা বলা হয়েছিল।

তাসকিনের দাবি সংবাদটি মিথ্যা এবং মানহানিকর। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচার করতে হবে। না হলে আইনি পদক্ষেপের পাশাপাশি ক্ষতিপূরণ চাইবেন তারা।

আর খেলাযোগকে পাঠানো আইনি নোটিশে মূল প্রতিষ্ঠান একাত্তর মিডিয়া লিমিটেড, জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশন্স এটিএম নজুরুল ইসলাম, সিনিয়র নিউজ এডিটর আরিফুর রহমান ও রিপোর্টার পার্থ বনিকের নাম উল্লেখ করা হয়।

খেলাযোগকেও ৭ দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচারের আহবান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ ও ক্ষতিপূরণ চাইবেন তাসকিন।


আরো সংবাদ



premium cement
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত

সকল