১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দল চাইলে অবসর ভেঙে ফিরবেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার - ছবি : সংগৃহীত

শেষ হয়েও যেন শেষ হওয়ার নয় অস্ট্রেলিয়ার ক্রিকেটে ডেভিড ওয়ার্নার অধ্যায়। বিদায় বলে দিলেও যেন ছাড়তে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেটের মোহ। আবারো ফিরতে চান দেশের জার্সি গায়ে। তবে নিজ ইচ্ছায় নয়, দলের ডাকে। দল যদি কখনো প্রয়োজন মনে করে, তবেই জাতীয় দলে ফিরবেন ওয়ার্নার।

সম্প্রতি তেমনই ইঙ্গিত দিয়েছেন ডেভিড ওয়ার্নার নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বার্তা দিয়েছে অবসর ভেঙে জাতীয় দলে ফেরার। ঘোষণা দিয়েছেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার জন্য প্রস্তুত তিনি। তবে এর দায়িত্বটা বোর্ডের ওপর ছেড়ে একটা যদি-কিন্তু রেখে দিয়েছেন তিনি।

গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট শেষে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার। একইসাথে জানান, ভারত বিশ্বকাপের ফাইনালই ছিল তার ওয়ানডে ক্রিকেটের শেষ ম্যাচ। এরপর চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসরের ঘোষণা দেন এই অজি কিংবদন্তি।

তবে সেই ঘোষণার মাস না পেরোতেই মত বদলেছেন ওয়ার্নার, হাঁটছেন উল্টা পথে। জাতীয় দলকে বোধহয় একটু বেশিই মিস করছেন তিনি। নিজের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে তেমনটাই ধারণা দিলেন সাবেক অজি এই ব্যাটার।

নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে দেয়া ইনস্টাগ্রাম পোস্টে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান ওয়ার্নার। তিনি বলেন, ‘আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। যদি দলে সুযোগ পাই, তবে (অস্ট্রেলিয়ান হয়ে) চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতেও রাজি আছি।’

যদিও অস্ট্রেলিয়ার মতো দলে ধারাবাহিক না খেলে বড় টুর্নামেন্টে সুযোগ পাওয়া আকাশ-কুসুম কল্পনা বটে, তবে খানিকটা সম্ভাবনা তবুও আছে। অধিনায়ক প্যাট কামিন্সের একটা বক্তব্য কথা বলছে তার প্রত্যাবর্তনের পক্ষে।

গত জানুয়ারিতে এক বক্তব্যে অজি অধিনায়ক বলেছিলেন, ‘নতুনদের ওয়ানডেতে সুযোগ দেয়ার সময় এটা, তবে সে যেহেতু খেলা চালিয়ে যাবে, জরুরি পরিস্থিতিতে তার কথা ভাবা যেতেই পারে। সে জন্য ডেভিডকে বিশ্বের কোনো না কোনো প্রান্তে রান করতেই হবে। তাই এটাকে আপনি শেষ নাও বলতে পারেন।’

ফলে আরো একবার অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ওয়ার্নারকে দেখা কঠিন হলেও অসম্ভব নয়। ফলে তার ফেরার সম্ভাবনা অবশ্য একেবারেই উড়িয়ে দেয়াও যায় না।

অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। কিছুদিন আগে সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও অবসর নেয়ার ৪৮ ঘণ্টার ভেতর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল