সেমিফাইনালের পর যা বললেন রশিদ খান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জুন ২০২৪, ০৯:১৯, আপডেট: ২৭ জুন ২০২৪, ১০:০৯
দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে আফগানিস্তানের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সেমিফাইনালে আফগানিস্তান মাত্র ৫৬ রান করে অল আউট হয়ে যায়। তারপর তারা ৯ উইকেটে হেরে যায়।
ম্যাচের পর রশিদ খান বলেন, 'আমি মনে করি দল হিসেবে এটি ছিল একটি কঠিন সময়। আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারতাম। তবে পরিস্থিতি আমাদের তা করতে দেয়নি। অবশ্য, আমাদের উচিত হবে যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা।'
তিনি বলেন, আমি মনে করি যে আমরা ঠিকমতো ব্যাট করতে পারিনি। মুজিব যখন ইঞ্জুরিতে পড়ে, তখন আমাদের সমস্যা শুরু হয়। তবে আমাদের নবী ছিলেন, ফজল ছিলেন। আমাদের বোলিং কম্বিনেশন আমাদের তৃপ্তি দিয়েছিল।
তিনি বলেন, আমরা টুর্নামেন্টের আগে এখানে এসেছি। আমাদের যদি জিজ্ঞাসা করা হতো যে সেমিফাইনালে আমাদেরকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে, আমরা তা গ্রহণ করে নিতাম।
রশিদ খান বলেন, এই প্রতিযোগিতায় বড় বড় খেলায় জিতেছি। আর হ্যাঁ, আমরা যেকোনো দলকে হারাতে পারি।
তিনি বলেন, পরের বার এ ধরনের কোনো টুর্নামেন্টে খেলতে এলে আমরা ওই বিশ্বাস নিয়ে আসব। বিষয়টি হলো, কঠিন দলের বিরুদ্ধে প্রচণ্ড চাপে নিজেকে নিয়ন্ত্রণ করা।
রশিদ বলেন, অনেক কঠিন কাজ করতে হবে, বিশেষ করে মিডল অর্ডারে। আমাদের আগ্রাসী হতে হবে, ইনিংসে গভীরে নিয়ে যেতে পারে, এমন কাউকে আমাদের দরকার।
তিনি বলেন, আমরা কিছু ভালো ফলাফর পেয়েছি। তবে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের আরো ভালো করতে হবে, বিশেষ করে ব্যাটিং বিভাগে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা