১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সেমিফাইনালের পর যা বললেন রশিদ খান

রশিদ খান - ছবি : ইএসপিএনক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে আফগানিস্তানের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সেমিফাইনালে আফগানিস্তান মাত্র ৫৬ রান করে অল আউট হয়ে যায়। তারপর তারা ৯ উইকেটে হেরে যায়।

ম্যাচের পর রশিদ খান বলেন, 'আমি মনে করি দল হিসেবে এটি ছিল একটি কঠিন সময়। আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারতাম। তবে পরিস্থিতি আমাদের তা করতে দেয়নি। অবশ্য, আমাদের উচিত হবে যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা।'

তিনি বলেন, আমি মনে করি যে আমরা ঠিকমতো ব্যাট করতে পারিনি। মুজিব যখন ইঞ্জুরিতে পড়ে, তখন আমাদের সমস্যা শুরু হয়। তবে আমাদের নবী ছিলেন, ফজল ছিলেন। আমাদের বোলিং কম্বিনেশন আমাদের তৃপ্তি দিয়েছিল।

তিনি বলেন, আমরা টুর্নামেন্টের আগে এখানে এসেছি। আমাদের যদি জিজ্ঞাসা করা হতো যে সেমিফাইনালে আমাদেরকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে, আমরা তা গ্রহণ করে নিতাম।

রশিদ খান বলেন, এই প্রতিযোগিতায় বড় বড় খেলায় জিতেছি। আর হ্যাঁ, আমরা যেকোনো দলকে হারাতে পারি।

তিনি বলেন, পরের বার এ ধরনের কোনো টুর্নামেন্টে খেলতে এলে আমরা ওই বিশ্বাস নিয়ে আসব। বিষয়টি হলো, কঠিন দলের বিরুদ্ধে প্রচণ্ড চাপে নিজেকে নিয়ন্ত্রণ করা।

রশিদ বলেন, অনেক কঠিন কাজ করতে হবে, বিশেষ করে মিডল অর্ডারে। আমাদের আগ্রাসী হতে হবে, ইনিংসে গভীরে নিয়ে যেতে পারে, এমন কাউকে আমাদের দরকার।

তিনি বলেন, আমরা কিছু ভালো ফলাফর পেয়েছি। তবে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের আরো ভালো করতে হবে, বিশেষ করে ব্যাটিং বিভাগে।


আরো সংবাদ



premium cement
আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি

সকল