১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

র‍্যাঙ্কিংয়ে সাকিবের লজ্জার রেকর্ড

সাকিব আল হাসান - ফাইল ছবি

সাকিব আল হাসানের ক্যারিয়ারে চলছে পড়ন্ত বিকেল, পারফরম্যান্সেও তাই। ব্যাটে-বলে একটা সময় আধিপত্য বিস্তার করা সাকিব এখন অনেকটাই ম্লান। র‍্যাঙ্কিংয়েও পড়েছে তার প্রভাব, গত এক যুগের মাঝে সবচেয়ে বাজে অবস্থানে নেমে গেছেন তিনি।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর অলরাউন্ডার হয়েই বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব আল হাসান৷ অন্য ফরম্যাটগুলোতে সেরার স্থান আগেই হারালেও এখানে ধরে রেখেছিলেন শীর্ষস্থান।

তবে বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি তার। গড়পড়তা পারফরম্যান্সে ইতি টেনেছেন এবারের আসরের। ৭ ইনিংসে ১৮.৫০ গড়ে করেন মোটে ১১১ রান। বল হাতেও পারেননি প্রভাব রাখতে, মাত্র ৩ উইকেট নিয়েছেন।

এমন পারফরম্যান্সে বিশ্বকাপের মাঝামাঝি সময়েই র‍্যাঙ্কিংয়ের সেরার জায়গা হারান সাকিব। শীর্ষ স্থান থেকে নেমে গিয়েছিলেন পাঁচে। এরপর খানিকটা ঘুরে দাঁড়িয়ে দুই ধাপ এগিয়ে আসেন তিন নম্বরে।

তবে সুপার এইটে ফের পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় এখন আবার পিছিয়েছেন ৩ ধাপ। যা সাকিবকে দিয়েছে লজ্জা। গত এক যুগের মাঝে সবচেয়ে বাজে র‍্যাঙ্কিংয়ে এখন তিনি৷ ২০১২ সালের সেপ্টেম্বরের পর কখনো পাঁচের নিচে আসেননি সাকিব।

আবারও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার রেটিং পয়েন্টি ২২২। তালিকায় দুইয়ে থাকা আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট ২১৪। ২১৩ পয়েন্ট নিয়ে তিনে হার্দিক পান্ডিয়া।

আর ২১১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান হারানো স্টয়নিসের অবস্থান এখন চারে।বিশ্বকাপের বাইরে থাকা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা আছেন পাঁচে (২১০)। ছয়ে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ২০৬।

তবুও অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ে এখনো দেশের হয়ে সেরা সাকিব। ব্যাটিংয়ে দেশের হয়ে সেরা তাওহিদ হৃদয়। তিন ধাপ এগিয়ে ৫৮৭ রেটিং নিয়ে ২৭তম স্থানে আছেন হৃদয়। বোলিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান (১৮তম)।


আরো সংবাদ



premium cement
হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার

সকল