১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আফগানিস্তানের জয় নিয়ে বিতর্ক, উঠল ‘প্লে অ্যাক্টিং’-এর অভিযোগ

- ছবি : সংগৃহীত

সেমিফাইনালে ওঠা আফগানিস্তানের বিরুদ্ধে ইচ্ছে করে সময় নষ্ট করার অভিযোগ উঠেছে। বাংলাদেশের বিরুদ্ধে পায়ে টান লাগার জন্য শুয়ে পড়েছিলেন গুলবদিন নাইব। কিন্তু সেটা ‘প্লে অ্যাক্টিং’ বা অভিনয় ছিল বলে অভিযোগ রয়েছে। সময় নষ্ট করার জন্য এমনটা করা হয়েছিল বলে দাবি সাবেক ক্রিকেটারদের।

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে বার বার বৃষ্টি হয়। ম্যাচ বন্ধ রাখতে হয়। একটা সময় আফগানিস্তান ডিএলএস নিয়মে ২ রানে এগিয়ে ছিল। ওই সময় বৃষ্টি হলেও তা খুব বেশি ছিল না। খেলা তখনও চলছিল। বাইরে থেকে আফগান কোচ জোনাথন ট্রট ক্রিকেটারদের সময় নষ্ট করার ইঙ্গিত করেন। বৃষ্টি আসছে সেটাও দেখান আঙুল দিয়ে। এমন সময় স্লিপে দাঁড়িয়ে থাকা গুলবদিন পা ধরে মাটিতে শুয়ে পড়েন। বোঝাতে চান তার পায়ে টান লেগেছে। এর ফলে সময় নষ্ট হয় এবং ততক্ষণে বৃষ্টি এসে যাওয়ায় আম্পায়ারেরা মাঠ ছাড়ার নির্দেশ দেন। ওই সময় সতীর্থদের কাঁধ ধরে মাঠ ছাড়েন গুলবদিন।

যদিও পরে আবার খেলা শুরু হয় এবং বাংলাদেশকে অল-আউট করে ম্যাচ জেতে আফগানিস্তান। ওই সময় লাফাতে দেখা যায় গুলবদিনকে।

বৃষ্টি থামলে দলের সাথে মাঠে নামেন গুলবদিন। তখন তাকে সম্পূর্ণ সুস্থ দেখায়। তিনি বলও করেন। কিন্তু পায়ে টান লেগেছে বলে পড়ে যাওয়ার সময় তার মুখ দেখে ধারাভাষ্যকারদের মনে হয়নি লেগেছে বলে। সাইমন ডুল ধারাভাষ্য দিচ্ছিলেন। তিনি বলেন, ‘কোচ কী বলছে সেটা সকলে বুঝতে পেরেছে। কিন্তু এমন ইচ্ছাকৃতভাবে দেরি করাটা ঠিক নয়। খুব খারাপ পরিকল্পনা।’

ফুটবলে অনেক সময়েই সময় চুরি করতে চোট লাগার অভিনয় করেন অনেকে। রেফারি তা বুঝতে পারলে কার্ডও দেখান। গুলবদিনের চোট লাগা দেখে সেই কথা মনে পড়েছে ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘গুলবদিন নাইবকে রেড কার্ড দেখানো উচিত।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন প্রশ্ন তুলেছেন ক্রিকেটীয় স্পিরিট নিয়ে।
সূত্র : আনন্দাবাজার


আরো সংবাদ



premium cement