স্টার্কের আঘাতে ভেঙেছে উইকেট, ফিরেছেন তামিম
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জুন ২০২৪, ০৬:৪৪, আপডেট: ২১ জুন ২০২৪, ০৭:২৭
টানা তিন ইয়র্কার। প্রথম দুটি কোনোরকমে আটকে দিলেও তৃতীয়টা আর পারলেন না তানজিদ তামিম। মিচেল স্টার্ক ভেঙে দিয়েছেন উইকেট। প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।শুক্রবার এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলছে দুই দল। যেখানে টসে জিতে আগে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে অজিরা।
তবে তৃতীয় বলেই তানজিদ তামিমের উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৩ বলে ০ রানে ফিরেছেন সাজঘরে। এই মুহূর্তে ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪।
বাংলাদেশ একাদশে আছে এক পরিবর্তন। জাকের আলির পরিবর্তে খেলছেন শেখ মেহেদী।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা