স্বপ্নময় বোলিংয়ে সুপার এইটে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ০৯:১০
অবিশ্বাস্য কিংবা স্বপ্নময়। যাই হোক না কেন, অনন্য বোলিং নৈপূণ্যে টি২০ বিশ্বকাপের সুপার এইটে ওঠে গেছে বাংলাদেশ। মাত্র ১০৬ রানে অল আউট হয়েও হাল ছাড়েনি টাইগাররা। কিছু একটা করার চেষ্টা ছিল। আর ঈদের দিনে সবচেয়ে বড় খুশির উপহারটিই দিয়েছে দেশবাসীকে।
শুরু হয়েছিল তানজিমের স্পেলে। নতুন বলে তার আগুনে গোলায় তছনছ হয়ে গিয়েছিল নেপালি লাইনআপ। কল্পনা করা যায়, টি২০ ম্যাচে ২১টি ডট বল! আর মাত্র ৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট বাগিয়ে নেয়া!
আর এটাই অন্য বোলারদের উজ্জীবিত করেছে। তানজিমের পর মোস্তাফিজ আসেন। তাদের পর আসেন সাকিব আর রিশাদ। সঙ্কটজনক পর্যায়গুলোতে তারা উইকেট নিয়ে দলকে এই জয়ে সহায়তা করেন। শেষ দুটি উইকেট তো সাকিবই নিয়েছেন। আর মোস্তাফিজ নিয়েছেন তিনটি। নেপাল যখন খেলায় ফিরছিল, তখন এই দুই বোলার আঘাত হেনে তাদের সেই স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছেন।
এর এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় রচিত হলো। যুক্তরাষ্ট্রের কাছে হেরে সফর শুরু করেছিল। তখন কেউ ভাবেনি বাংলাদেশ সুপার এইটে যাবে। কিন্তু সেটাই বাস্তবে পরিণত করেছে তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা