১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চিন্তার নাম নাজমুল হোসেন শান্ত

চিন্তার নাম নাজমুল হোসেন শান্ত - ফাইল ছবি।

এক বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টিতে রান নেই নাজমুল হোসেন শান্তের ব্যাটে। যেন হারিয়ে খুঁজছেন নিজেকে। গণমাধ্যমে আত্মবিশ্বাসী রূপে দেখা দিলেও বাস্তবতা খুব ভালো করেই অনুধাবন করার কথা বাংলাদেশ অধিনায়কের। তার এমন দূরাবস্থা ভোগাচ্ছে দলকেও।

বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ, আগামীকাল ভোরে মাঠে নামবে সুপার এইট নিশ্চিত করার মিশনে। খেলবে নেপালের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে ২০০৭ বিশ্বকাপের পর আরো একবার সুপার এইটে পা রাখবে টাইগাররা।

তবে এর আগে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চিন্তার কারণ টপ অর্ডার। এখন পর্যন্ত ব্যর্থ ব্যাটিংয়ের সেরা তিন। দেশ, ভেন্যু বা প্রতিপক্ষ বদলালেও বদলাচ্ছে না দুর্দশা। এমনকি মুখ বদলেও ব্যর্থতার বেড়াজাল ছেড়া যাচ্ছে না।

এক তানজিদ তামিম মন্দের ভালো। বাকি সৌম্য সরকার, লিটন দাস বা নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত হয়ে আছেন নিস্ক্রিয়। উদ্বোধনী জুটি বড় হচ্ছে না, দ্বিতীয় উইকেট জুটিও থিতু হয় না; উল্টো দ্রুত উইকেট হারিয়ে দল পড়ে যায় বিপাকে।

শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে যথাক্রমে উদ্বোধনী জুটি ভেঙেছে ০.৩ ওভারে ১, ২ ওভারে ৯ ও ১.২ ওভারে মাত্র ৩ রানে। দলের এহেন অবস্থার মাঝে সবচেয়ে বেশি চোখে পড়ছে নাজমুল হোসেন শান্তর খাবি খাওয়া৷ বাংলাদেশ অধিনায়ক যেন দিশেহারা।

১৪ মাস ধরে টি-টোয়েন্টিতে ব্যাটে রান নেই শান্তর। সেই যে গত বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠেছিলেন, বাকি সময়ে ধুঁকছেন তিনি ধারাবাহিকভাবে। এর মাঝে আবার যোগ হয়েছে অধিনায়কত্বও। সব মিলিয়ে ভালো নেই শান্ত।

শান্ত কতটা বাজে সময়ে যাচ্ছেন জানলে চোখ কপালে উঠবে। সর্বশেষ ২০ ম্যাচে তার রান মাত্র ২৯০। গড় মাত্র ১৬.১১। যেখানে গত শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচেই করেন ৩৮ বলে ৫৩* রান। সেই ম্যাচ বাদ দিলে বাকি ১৯ ইনিংসে রান ২৩৭। তখন গড় কমে দাঁড়ায় ১৩-এর ঘরে।

স্ট্রাইকরেট আরো ভয়াবহ। ওই ফিফটির ইনিংসসহ স্টাইকরেট মাত্র ৯৭। ভাবা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংস উদ্বোধন করছেন এমন একজন, যিনি প্রতি বল খেলে গড়ে একটা রানও নিতে পারেন না! তবুও আবার দলের অধিনায়ক।

বিশ্বকাপে দল জয় পাচ্ছে বলে বেঁচে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। অন্যথায় ৩ ম্যাচে তার রান মাত্র ২২। যেখানে গড় ৭.৩৪ ও স্ট্রাইকরেট মোটে ৫৬.৪১! যদিও সংবাদ সম্মেলনে এসে ফর্ম নিয়ে চিন্তা করতে না করেন শান্ত, তবে এমন পারফরম্যান্সের পর চিন্তা করা ছাড়া কোনো উপায় আছে?

গ্রুপ পর্ব না হয় কোনো রকমে পাড়ি দেবে বাংলাদেশ। কিন্তু এরপর? সুপার এইটে যে টাইগারদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান৷ তাদের বিপক্ষে অধিনায়কের ব্যাট না হাসলে দল হাসবে কী করে?


আরো সংবাদ



premium cement
গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

সকল