১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চলতি আসরের সুপার এইটের ৮ দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলবে

চলতি আসরের সুপার এইটের ৮ দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলবে - ছবি : সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো ২০২৬ সালের মেগা ইভেন্টে সরাসরি খেলবে। এবারের মতো ২০টি দলকে নিয়ে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

স্বাগতিক হিসেবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে ভারত ও শ্রীলঙ্কা। এবারের আসরে সুপার এইটে উঠতে না পারলেও, স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলবে লঙ্কানরা।

এছাড়া ৩০ জুন পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের বাইরে থাকা সেরা তিন দল পরের বিশ্বকাপে খেলতে পারবে। তাই এবারের বিশ্বকাপের সুপার এইটের সাতটি, দুই স্বাগতিক ও র‌্যাংকিংয়ের বাইরে থাকা তিন দল নিয়ে, মোট ১২ দল নিশ্চিত হয়েছে।

বাকি আটটি দল নেয়া হবে আঞ্চলিক বাছাই পর্ব থেকে। এরমধ্যে আফ্রিকা, এশিয়া ও ইউরোপ থেকে দু’টি করে ৬টি, আমেরিকা ও পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি করে দু’টি দল নেয়া হবে।

ইতোমধ্যে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের। এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে- ৪, ৬ ও ৭ নম্বরে। এছাড়া সুপার এইট নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা ইংল্যান্ড আছে ৩ নম্বরে। আগামী ৩০ জুনের মধ্যে দলগুলো নিজেদের অবস্থান ধরে রাখলে ২০২৬ আসরে খেলা নিশ্চিত হবে দলগুলোর।

তবে ইংল্যান্ড যদি এবার সুপার এইটের টিকিট পায় তাহলে র‌্যাংকিংয়ের ভিত্তিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে আয়ারল্যান্ড। বর্তমানে ১১ নম্বরে আছে আইরিশরা। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement