১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেষ ১৩ বলে ৩৭ রান, দশম উইকেটে পার্টনারশিপের রেকর্ড রাদারফোর্ডের

শেষ ১৩ বলে ৩৭ রান, দশম উইকেটে পার্টনারশিপের রেকর্ড রাদারফোর্ডের - ছবি : সংগৃহীত

শেরফান রাদারফোর্ড নিজের ৩৯ বলে ৬৮ রানের ইনিংসে মারেন দু’টি বাউন্ডারি এবং ছয়টি ওভার বাউন্ডারি। ১৯তম ওভারে ড্যারিল মিচেলকে তিনটি ওভারবাউন্ডারি মারেন রাদারফোর্ড। ২০তম ওভারে স্পিনার মিচেল স্যান্টনারের বিরুদ্ধে রাদারফোর্ড তোলেন ১৮ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দশম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ অফ ডেথ অবশ্যই গ্রুপ ‘সি’। সেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান। এর মধ্যে নিউজিল্যান্ড দলকে আফগানিস্তান হারিয়ে দেয়ায় সুপার এইটের রাস্তা তাদের কাছে কঠিন হয়ে যায়। কিন্তু বাকি সব ম্যাচ জিতলে তারাও পরের রাউন্ডে যেতে পারবে।

এই আবহেই বৃহস্পতিবার সকালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। এক সময় ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে ফেলেন কেন উইলিয়ামসনদের দল। ১১২ রানের মধ্যে ৯ উইকেট পড়ে যায় ক্যারিবিয়ানদের। তখন বাকি ছিল আর মাত্র ১৩ বল। সেই ১৩ বলেই বিস্ময় কিছু দেখালেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফান রাদারফোর্ড, একই সাথে গড়ে ফেললেন রেকর্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলেই সুপার এইটে চলে যেত তারা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হন অধিনায়ক রভম্যান পাওয়েল, ব্র্যান্ডন কিং, জনসন চার্লসরা। চাপ পড়ে যায় মিডলঅর্ডারে রাদারফোর্ডের ওপর।

তবে ট্রেন্ট বোল্ট, লকি ফারগুসন, টিম সাউদিদের সামলে উইন্ডিজের এই ব্যাটার করেন ৩৯ বলে ৬৮ রান। তবে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো দশম উইকেটে জি মোটিকে সাথে নিয়ে রাদারফোর্ড যোগ করেন ৩৭ রান।

এক্ষেত্রে ৩৭ রান একাই করেন রাদারফোর্ড, রানের খাতা খুলতেই পারেননি মোটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দশম উইকেটে এটাই সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ।

১৯তম ওভারের শেষ বলে ১ রান নিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ক্যারিবিয়ানদের এই মিডলঅর্ডার ব্যাটার। শেষ ওভারে স্পিনার মিচেল স্যান্টনারের হাতে বল তুলে দেন কেন উইলিয়ামসন। এক্ষেত্রে শেষ ওভারে রাদারফোর্ড তোলেন ১৮ রান। মারেন দু’টি বাউন্ডারি এবং একটি ওভারবাউন্ডারি। মূলত তার বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যেই লড়াকু স্কোরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ যদি ক্যারিবিয়ানরা কম রান করে কিউয়িদের বিরুদ্ধে হেরে যেত, তাহলে শেষ ম্যাচ আফগানিস্তানের সাথে জিততেই হতো তাদের।

শেরফান রাদারফোর্ড অবশ্য ম্যাচে বড় রান করে টপঅর্ডারের ব্যর্থতা ঢেকে দিলেও সুপার এইট স্টেজ শুরুর আগে বিষয়টিতে নজর দিতেই হচ্ছে উইন্ডিজদের। কারণ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে তেমন কোনো শক্তিশালী দলের মুখোমুখি হতে হয়নি আন্দ্রে রাসেল, ব্র্যান্ডন কিংদের। ফলে ব্যাটারদের আসল পরীক্ষা এবার শুরু হচ্ছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল